Noida socity: ঢিলেঢালা পোশাক পরে বেরনো যাবে না বাইরে, নয়ডার আবাসনে পোশাক ফতোয়া ঘিরে বিতর্ক

গ্রেটার নয়ডার সেক্টর ফি২-র হিমসাগর অ্যাপার্টমেন্টের আবাসিকদের সংগঠনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Web Desk - ANB | Published : Jun 14, 2023 10:06 PM IST

নাইটি, লুঙ্গির মতো পোশাক পরে বেরনো যাবে না বাইরে! নয়ডার আবাসনে পোশাক ফতোয়া ঘিরে শোরগোল। দিল্লি সংলগ্ন গ্রেটার নয়ডার একটি আবাসনে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল কী কী পোশাক পরা যাবে জনসমক্ষে। ঘটনা ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ঘরোয়া ঢিলেঢালা পোশাকে যেনজনসমক্ষে বা সাধারণের ব্যবহারের এলাকায় না যান আবাসনের বাসিন্দারা। এই পোশাকবিধি আবাসনের কিছু লোক মেনে নিলেও, একাংশের কাছে এই 'ফতোয়া' অধিকারে হস্তক্ষপ। কে কী পোশাক পড়বেন তা কেন ঠিক করে দেবে কর্তৃপক্ষ?

গ্রেটার নয়ডার সেক্টর ফি২-র হিমসাগর অ্যাপার্টমেন্টের আবাসিকদের সংগঠনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত ১০ জুন জারি করা ওই বিজ্ঞপ্তিতে আবাসিকদের বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে ফ্ল্যাটের বাইরে লুঙ্গি এবং নাইটির মতো ঢিলেঢালা পোশাক পরার ব্যাপারে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে সম্প্রতি আবাসিকের লোকজন অভিযোগ করেছেন কিছু আবাসিক ঢিলেঢালা পোশাকে আবাসন চত্বরে যোগাভ্যাস বা শারীরিক চর্চা করতে আসেন। এমকী কিছু মহিলা অভিযোগ করেছেন আবাসনের এক প্রবীণ বাসিন্দা লুঙ্গি পরে আবাসন চত্বরে ব্যায়াম করছিলেন। এই সমস্যায় মৌখিক ভাবে সমাধান করার চেষ্টা করা হয়েছে বলেও জানিয়েছে তাঁরা। কিন্তু তাতে কাজ না হওয়ায়ই এই বিজ্ঞপ্তি বলে জানানো হয়েছে।

Share this article
click me!