মালাবদলের পরেই মর্মান্তিক দুর্ঘটনা, বিয়ের আসরেই মৃত্যু বরের

  • বিহারের পটনার একটি বিয়ে বাড়ির ঘটনা
  • গুলি ছিটকে মৃত্যু হল বরের
  • বিয়ের আসরে গুলি চালান বরেরই এক বন্ধুর
     

debamoy ghosh | Published : Jul 8, 2019 2:53 PM IST

সদ্য মালাবদল হয়েছিল। আর তার পরেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়ল বর। এমনই মর্মান্তিক ঘটনা ঘটল বিহারের পটনায়। 

একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে পটনার বিজাপত এলাকার সাহাপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মালাবদলের পরেই শূন্যে গুলি ছুড়ে উৎসবে মাতেন বরের বন্ধুরা। আর তখনই সেই গুলি ছিটকে এসে লাগে তাঁর শরীরে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। একা বর নন, তাঁর ভাইও একইভাবে গুলিবিদ্ধ হন। তিনিও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। 

Latest Videos

জানা গিয়েছে, রবিবার অখিলপুর থানা এলাকার বাসিন্দা হরসামচক গ্রামের বাসিন্দা সত্যেন্দ্র কুমার বিজাপত এলাকায় বিয়ে করতে আসেন। রাত এগারোটা নাগাদ মালাবদল হয়। এর পরেই রীতি মেনে কনেকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়। আর বরকে নিয়ে তাঁর বন্ধুরা মঞ্চের উপরে নাচানাচি শুরু করেন। তখনই তাঁদের মধ্যে একজন বন্দুক বের করে শূন্যে গুলি ছুড়তে আরম্ভ করেন। অসাবধনতাবশত তার মধ্যে তিনটি গুলি ছিটকে গিয়ে বর এবং তাঁর ভাইয়ের শরীরে লাগে। 

দ্রুত আহত দু' জনকে উদ্ধার করে দানাপুরের একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে সোমবার ভোরে সেখানেই বরের মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কে গুলি চালিয়েছিল, তা এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ। 
 

Share this article
click me!

Latest Videos

তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি