বিকম পাস, পেটের দায়েই অটো চালক, মোটা জরিমানার কবলে পড়ে খেলেন ফিনাইল

  • সম্প্রতি ট্রাফিক আইন ভাঙায় একের পর এক চড়া মূল্যের জরিমানা ধার্য করার খবর এসেছে
  • এবার ১৮০০০ টাকা জরিমানা করা হল এক অটো চালককে
  • ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তিনি
  • অথচ বিকম পাস করে চাকরি না পেয়েই তিনি এই কাজ করতে বাধ্য হন

নতুন মোটর ভেহিকেলস আইন ২০১৯ লাগু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক চড়া মূল্যের জরিমানা ধার্য করার খবর এসেছে। এবার সেই মোটা জরিমানাকে কেন্দ্র করেই মর্মান্তিক এক ঘটনা ঘটে গেল। ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক অটোচালক। গুজরাতের আহমেদাবাদের ঘটনা।


নতুন মোটর ভেহিকেলস আইন ২০১৯ লাগু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক চড়া মূল্যের জরিমানা ধার্য করার খবর এসেছে। এবার সেই মোটা জরিমানাকে কেন্দ্র করেই মর্মান্তিক এক ঘটনা ঘটে গেল। ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক অটোচালক। গুজরাতের আহমেদাবাদের ঘটনা।

Latest Videos

ওই অটো চালকের নাম রাজু সোলাঙ্কি। তিনি বিকম পাশ করেও কোনও চাকরি পাননি। এদিকে আর্থিক অবস্থাও ভালো নয়। একরকম বাধ্য হয়েই অটো চালান। কিন্তু, সম্প্রতি রাস্তায় বেরিয়ে আইন ভাঙার জন্য তাঁর ১৮০০০টাকা জরিমানা হয়। তিনি তা মেটাতে পারেননি। এরপরই পুলিশের পক্ষ থেকে তাঁর রোজগারের একমাত্র মাধ্যম অটোরিক্সাটি বাজেয়াপ্ত করা হয়।

এরপর গত শুক্রবার রাতে তিনি ফিনাইল খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। পরিবারের লোকজন তাঁকে অচৈতন্য অবস্থায় পেয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করেন। ডাক্তাররা তাঁর পেট থেকে বিষাক্ত তরল সবচটাই প্রায় বের করে ফেলেছেন।

মোটর ভেহিকেলস আইনে জরিমানার পরিমান বাড়ানো উচিত কি না তাই নিয়ে গত প্রায় একমাস ধরে বিতর্ক চলছে। অনেকেই জরিমানা বাড়ানোর পক্ষে। তাঁদের যুক্তি একমাত্র মোটা জরিমানার ভয়েই ভারতের মানুষ ট্রাফিক আইন নিয়ে সচেতন হতে পারেন। অপর দিকে রাজু সোলাঙ্কির মতো ঘটনাগুলি এই আইনের কর্কশ দিকটিও তুলে ধরছে।   

 

Share this article
click me!

Latest Videos

'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা