EPFO থেকে কৃষক ঋণ- দেখে নিন ১ জানুয়ারি থেকে পরিবর্তন হচ্ছে কোন কোন সরকারি নিয়ম, রইল তালিকা

Published : Jan 01, 2025, 07:30 AM IST

নতুন বছর থেকে বদলাচ্ছে পিএফ-এ টাকা তোলার নিয়ম, বদল হচ্ছে UPI লেনদেনের সীমা, গাড়ির দাম-সহ আরও অনেক কিছু। দেখে নিন তালিকায় কী কী।

PREV
110

EPFO সদস্যদের জন্য ATM -র সুবিধা

নতুন বছর থেকে বদল হচ্ছে পিএফ-র টাকা তোলার নিয়ম। এবার থেকে EPFO -র টাকা মিলবে ATM-এ। জানুয়ারি থেকে লাগু হচ্ছে নিয়ম।

210

ফিক্সড ডিপোজিটের পরিবর্তন

আরবিআই নন ব্যাঙ্কিং আর্থিক সংস্থা এবং হাইজিং ফাইন্যান্স সংস্থাগুলোর জন্য ফিক্সড ডিপোজিটের নিয়ম পরিবর্তন করেছে। যা ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

310

কৃষক ঋণ

১ জানুয়ারি ২০২৫ থেকে কোনও গ্যারেন্টি ছাড়াই ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন কৃষকরা। এই সীমা আগে ছিল ১.৬ লক্ষ টাকা।

410

UPI-র সীমা বাড়ল

নতুন বছর থেকে UPI- লেনদেনের সীমা বাড়ল। নেট ছাড়া লেনদেনের ক্ষেত্রে এই সীমা আগে ছিল ৫ হাজার টাকা। যা এবার হল ১০ হাজার টাকা।

510

গাড়ির দাম

নতুন বছরে বাড়ছে গাড়ির দাম। Maruti Suzuki, Hyundai, Mahindra, Honda, B.M.W -র মতো গাড়ি কোম্পানি গুলো ৩ শতাংশ গাড়ির দাম বাড়াতে চলেছে।

610

লক্ষ্মীর ভাণ্ডার

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতি মাসে মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বাবদ ১০০০ এবং তপসিলিদের ১২০০ টাকা করে দিয়ে থাকে। এবার নতুন বছরে এই ভাতা পেতে মানতে হবে নিয়ম। ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে, সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে, বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। এমন ১৬ দফা নিয়ম মানলে মালবে ভাতা।

710

টেলিকম সংস্থা

টেলিকম সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কিত নিয়ম বদল হচ্ছে। নতুন নিয়মে কোম্পানিগুলো অপটিক্যাল ফাইবার এবং মোবাইল টাওয়ার বসাতে বেশি মন দিতে সাহায্য করবে। এর ফলে ভালো পরিষেবা আশা করতে পারেন জিও, এয়ারটেল, ভিআই এবং বিএসএনএল গ্রাহকরা।

810

অ্যামাজন প্রাইম

আপনি অ্যামাজন প্রাইমের সদস্য হলে ১ জানুয়ারি থেকে আপনি এক অ্যাকাউন্ট ব্যবহার করে দুটি টিভিতে স্ট্রিং চালাতে পারবেন।

910

ব্যাঙ্ক খোলা ও বন্ধের নিয়ম

পরিবর্তন হচ্ছে ব্যাঙ্ক খোলা ও বন্ধের নিয়ম। এবার থেকে সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

1010

সব মিলিয়ে বদল হচ্ছে বিভিন্ন নিয়ম। ১ জানুয়ারি থেকে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন প্রকল্পের নিয়ম বদল করছে। যা আজ থেকে লাগু হবে।

click me!

Recommended Stories