ট্রাম্প আসার দিনই অগ্নিগর্ভ দিল্লি, প্রাণ হারালেন কনস্টেবল, জ্বলল বাড়ি-দমকলের গাড়ি

সিএএ নিয়ে ফের উত্যপ্ত রাজধানী

মার্কিন প্রেসিডেন্টের আসার দিনই

জাফরাবাদ ও মৌজপুর এলাকায় মৃত্যু হল এক হেড কনস্টেবল-এর

জ্বলল দুটি বাড়ি এবং একটি দমকলের গাড়ি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতে আগমনের দিনই ফের সিএএ আইন নিয়ে উত্যপ্ত হল রাজধানী। সোমবার উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ ও মৌজপুর এলাকায় সিএএবিরোধী ও সিএএ সমর্থকদের মধ্যে সংঘর্ষে মৃত্যু হল দিল্লি পুলিশের এক হেড কনস্টেবল-এর। এছাড়া, কমপক্ষে দুটি বাড়ি এবং একটি দমকলের গাড়িতে আগুন লাগানো হয়েছে বলে জানা গিয়েছে। জাফরাবাদের চাঁদবাগ এলাকা থেকেও হিংসার খবর পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, হেড কনস্টেবল রতনলালকে গোকুলপুরীর সহকারী পুলিশ কমিশনার-এর কার্যালয়ের সামনে নিযুক্ত করা হয়েছিল। সেখানেই তীব্র সিএএ সমর্থক ও সিএএ বিরোধীদের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। দুই পক্ষে ব্যাপক ইঁট ছোঁড়াছুঁড়ি শুরু হয়। তার মধ্যে পড়েই রতনলাল-এর মৃত্যু হয়। এছাড়া, সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশকর্মী গুরুতর আহত-ও হয়েছেন। মাথায় ও হাতে আঘাত নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করতে হয়েছে শাহদারার ডিসিপি অমিত শর্মা-কে।

Latest Videos

দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে। উত্তর-পূর্ব দিল্লি জেলার দশটি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ডিসিপি (উত্তর-পূর্ব) বেদপ্রকাশ সূর্য সাংবাদিকদের জানিয়েছেন, তারা উভয় পক্ষের সঙ্গেই কথা বলেছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রবিবার সন্ধ্যায় জাফরাবাদের কাছে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-এর বিরুদ্ধে বিপুল সংখ্যক মানুষের পথ অবরোধ উঠে যাওয়ার পর থেকেই সিএএ বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল। তাই এদিন মারাত্মক আকার ধারণ করে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আইন শৃঙ্খলা স্বাভাবিক করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং লেফট্যানেন্ট গভর্নর-এর কাছে আর্জি জানিয়েছেন। জনগণের কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে তে ডেপুটি সিএম মনিশ সিসোদিয়া টুইট করেছেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-ও। পরিস্থিতি পর্যালোচনা করে লেফট্যানেন্ট গভর্নর অনিল বৈজাল দিল্লির পুলিশ কমিশনার-কে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে জনসাধারণকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। দিল্লির জাফরাবাদ ও মৌজপুর-বাবরপুর মেট্রো স্টেশনের দরজা বন্ধ রাখা হয়েছে।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে' নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর
শ্মশান কালী মন্দিরে হামলা! মূর্তি ভাঙচুরে চাঞ্চল্য বারসাদভিটায়, দেখুন | Barsadbhita News Today
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today