বাড়িতেই থাকতে পারবেন করোনা-আক্রান্তরা, চোখ রাখুন স্বাস্থ্য মন্ত্রকের গাইড লাইনে

  • এবার খেকে করোনাভাইরাসে আক্রান্তরা বাড়িতেই থাকতে পারবেন
  • মেনে চলতে হবে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা 
  • হোম আইসোলেশনে থাকার নতুন নির্দেশিকা জারি 
  • পরামর্শ নিতে হবে চিকিৎসকের

Asianet News Bangla | Published : Apr 28, 2020 10:30 AM IST

করোনা আক্রান্ত রোগীদের এবার থেকে বাড়িতে থাকাই পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর সেই অনুযায়ী জারি করা হয়েছে একটি গাউড লাইনও। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া সেই গাইড লাইনে জানান হয়েছে, করোনা আক্রান্ত সমস্ত রোগীই বাড়িতে থাকতে পারবে না। যাঁরা হালকাভাবে লক্ষণ যুক্ত বা যাঁদের প্রাক লক্ষণ যুক্ত তাঁরাই বাড়িতে পরিবারের থেকে বিচ্ছন্ন হয়ে থাকতে পারবেন। তবে তাঁদের ও তাঁদের পরিবারকে নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে। আক্রান্তকে অবশ্যই স্থানীয় হাসপাতাল বা দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। 

এক নজরে দেখে নিন করোনা আক্রান্তদের বাড়িতে আলাদ থাকার প্রাথমিক শর্তঃ

বাড়িতে আলাদা থাকা করোনা আক্রান্তদের দিকে গুরুত্বপূর্ণ নজর রাখতে হবে। প্রয়োজন পড়লে সঙ্গে সঙ্গেই জরুরী পদপেক্ষ নিতে হবে পরিবারের সদস্যদের। কোন ও কোনও হাসপাতালে নিয়ে যেতে হবে তারও নির্দেশিকা  দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কোন কোন ক্ষেত্রে
জরুরী পদক্ষেপ নেওয়া জরুরী।

 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে বাড়িতে আইসোলেশনে থেকে কোনও রোগী যদি সুস্থ হয়ে ওঠেন তবে অবশ্য়ই তাঁকে নমুনা  পরীক্ষা করে নিরোগ প্রমান করতে হবে। তবেই সেই করোনা আক্রান্ত স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। 

Share this article
click me!