Kedarnath: কেদারনাথে হেলিকপ্টার বিপর্যয়, শিশু সহ মৃত ৬ তীর্থযাত্রী

Published : Jun 15, 2025, 09:13 AM ISTUpdated : Jun 15, 2025, 11:07 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Kedarnath Helicopter Crash: ফের চপার দুর্ঘটনা। তীর্থযাত্রীদের নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানুন আরও বিশদে…

Kedarnath Helicopter Crash: আহমেদাবাদের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা। এবার কেদারনাথে তীর্থযাত্রীদের নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। রবিবার ঘটনাটি ঘটেছে, কেদারনাথের কাছে গৌরিকুণ্ডের জঙ্গলে। সূত্রের খবর, কেদারনাথ যাওয়ার পথে আরিয়ান এভিয়েশনের একটি হেলিকপ্টার গৌরিকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়ে। সূত্রের খবর, কপ্টারটিতে পাইলট সহ ৭ জন যাত্রী ছিলেন। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল সেই বিষয়েও জানতে শুরু হয়েছে ঘটনার তদন্ত। 

খারাপ আবহাওয়ার কারণে কেদারনাথে চপার দুর্ঘটনা (Kedarnath Helicopter Crash):-

সূত্রের খবর, রবিবার সকালে কেদারনাথের কাছে গৌরিকুণ্ডের জঙ্গলে এক মর্মান্তিক চপার দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গুপ্তকাশী থেকে সকাল ০৫:১৭ মিনিটে তীর্থযাত্রী নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয়েছিল হেলিকপ্টারটি। যাত্রীদের নামিয়ে সেটি যখন ফিরছিল, তখনই খারাপ আবহাওয়ার কবলে পড়ে পথভ্রষ্ট হয় বলে জানা গিয়েছে।

এই বিষয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে দুর্ঘটনার সময় কেদারনাথ উপত্যকায় আবহাওয়া অত্যন্ত প্রতিকূল ছিল। ঘন কুয়াশা এবং দৃশ্যমানতা কম থাকার কারণেই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। তবে বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে। এদিকে সাতসকালে এমন ঘটনায় ফের তীর্থযাত্রী এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

 

 

রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। নিজের 'এক্স'-এ তিনি জানিয়েছেন, "রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার অত্যন্ত দুঃখজনক খবর পেয়েছি। এসডিআরএফ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ত্রাণ ও উদ্ধার অভিযানে রয়েছে।"

জানা গিয়েছে যে, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিতে ছিলেন পাইলট রাজবীর, বিক্রম রাওয়াত, বিনোদ, ত্রিশটি সিং, রাজকুমার, শ্রদ্ধা এবং ১০ বছর বয়সী রাশি। উত্তরাখণ্ডের এডিজি (আইনশৃঙ্খলা) ডঃ ভি মুরুগেসান সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলিকে দ্রুত দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!