'অপারেশন সিঁদুরের' প্রচারে ভারত, বিদেশ সফরে যাচ্ছেন কোন সাংসদরা? রইল তালিকা

Published : May 18, 2025, 10:21 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

India on Op Sindoor: জঙ্গিবাদের মদতদাতা পাকিস্তানকে যোগ্য জবাব দিতে এবার আসরে ভারত সরকার। দেশে-দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র। কারা রয়েছেন এই প্রতিনিধি দলে? জানুন বিশদে…

India on Op Sindoor: পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আগেই 'জিরো টলারেন্স' নীতি গ্রহনের কথা জানিয়েছে কেন্দ্র। এবার সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে সারা বিশ্বের কাছে পাকিস্তানের ভাবমূর্তি তুলে ধরতে দেশে-দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার শনিবার সাতটি সর্বদলীয় প্রতিনিধি দলের তালিকা প্রকাশ করেছে। এই দলগুলি বিভিন্ন দেশ ভ্রমণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো সহিষ্ণুতার বার্তা এবং গত মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ৭ মে শুরু হওয়া ‘অপারেশন সিঁদুর-এর উদ্দেশ্য সম্পর্কে জানাবে।

এই সাতটি প্রতিনিধি দলে ৫৯ জন সদস্য রয়েছেন, যার মধ্যে শাসক দল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-এর ৩১ জন এবং অন্যান্য দলের ২০ জন রাজনৈতিক নেতা রয়েছেন। প্রাক্তন কূটনীতিকরা এই দলগুলিকে সহায়তা করবেন বলে জানা গিয়েছে। সরকারি সূত্রে খবর, এই প্রতিনিধি দলগুলির নেতৃত্ব দেবেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ বৈজয়ন্ত জয় পান্ডা এবং রবিশঙ্কর প্রসাদ, কংগ্রেসের শশী থারুর, জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর নেতা সঞ্জয় ঝা, শিবসেনার শ্রীকান্ত শিনডে, দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে)-এর সাংসদ কানিমোঝি করুণানিধি এবং ন্যাশনাল কংগ্রেস পার্টি (শরদ পাওয়ার)-এর নেত্রী সুপ্রিয়া সুলে।

তাদের আগামী ২৩ মে থেকে ৩২টি দেশ এবং বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত ইইউ-এর সদর দফতর পরিদর্শনের কর্মসূচি রয়েছে। আসুন জেনে নিই এই সাতটি দলের প্রতিনিধিরা কে কোন দেশে যাবেন।

প্রথম দলে রয়েছেন-বৈজয়ন্ত পান্ডা, বিজেপি সাংসদ

নিশিকান্ত দুবে, বিজেপি সাংসদ

ফাংগনন কোন্যাক, বিজেপি সাংসদ

রেখা শর্মা, বিজেপি সাংসদ

আসাদুদ্দিন ওয়াইসি, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) সাংসদ

সতনাম সিং সান্ধু, মনোনীত সাংসদ

গুলাম নবী আজাদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং জম্মু ও কাশ্মীর-এর প্রাক্তন মুখ্যমন্ত্রী

এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন রাষ্ট্রদূত হর্ষ শ্রিংলা।

কোন কোন দেশে যাবেন-প্রথম দলটি সৌদি আরব, কুয়েত, বাহরাইন ও আলজেরিয়া সফর করবে।

দ্বিতীয় দলে রয়েছেন- রবিশঙ্কর প্রসাদ, বিজেপি সাংসদ

ডাগ্গুবাতি পুরন্দেশ্বরী, বিজেপি সাংসদ

প্রিয়াঙ্কা চতুর্বেদী, শিবসেনা (ইউবিটি)

গুলাম আলি খাতানা, মনোনীত সাংসদ

অমর সিং, কংগ্রেস সাংসদ

সামিক ভট্টাচার্য, বিজেপি সাংসদ

এম জে আকবর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

রাষ্ট্রদূত পঙ্কজ সরণ।

কোন কোন দেশে যাবেন- ব্রিটেন,ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইতালি ও ডেনমার্ক ভ্রমণ করবে।

তৃতীয় দলে রয়েছেন- সঞ্জয় কুমার ঝা, জেডিইউ সাংসদ

অপরাজিতা সারেঙ্গি, বিজেপি সাংসদ

ইউসুফ পাঠান, তৃণমূল কংগ্রেস সাংসদ

ব্রিজ লাল, বিজেপি সাংসদ

জন ব্রিটাস, সিপিআই (এম) সাংসদ

প্রদান বরুয়া, বিজেপি সাংসদ

হেমাং জোশী, বিজেপি সাংসদ

সলমান খুরশিদ, কংগ্রেস

রাষ্ট্রদূত মোহন কুমার

কোন কোন দেশে যাবেন-ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুর সফর করবে।

চতুর্থ দলে রয়েছেন-শ্রীকান্ত একনাথ শinde, শিবসেনা সাংসদ

বনসুরি স্বরাজ, বিজেপি সাংসদ

মোহাম্মদ বশির, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) সাংসদ

অতুল গর্গ, বিজেপি সাংসদ

সস্মিত পাত্র, বিজু জনতা দল (বিজেডি) সাংসদ

মানান কুমার মিশ্র, বিজেপি সাংসদ

এস এস আলুওয়ালিয়া, প্রাক্তন বিজেপি সাংসদ

রাষ্ট্রদূত সুজন চিনয়

কোন কোন দেশে যাবেন- সংযুক্ত আরব আমিরাত (ইউএই), লাইবেরিয়া, কঙ্গো ও সিয়েরা লিওন সফর করবে।

পঞ্চম দলে রয়েছেন- শশী থারুর, কংগ্রেস সাংসদ

শম্ভবী, এলজেপি (রাম বিলাস) সাংসদ

সরফরাজ আহমেদ, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) সাংসদ

জি এম হরিশ বালায়োগী, তেলেগু দেশম পার্টি (টিডিপি) সাংসদ

শশাঙ্ক মণি ত্রিপাঠী, বিজেপি সাংসদ

ভুবনেশ্বর কলিতা, বিজেপি সাংসদ

মিলিন্দ মুরলি দেওরা, শিবসেনা সাংসদ

তেজস্বী সূর্য, বিজেপি সাংসদ

রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু

কোন কোন দেশে যাবেন- আমেরিকা, পানামা, গায়ানা, ব্রাজিল ও কলম্বিয়া ভ্রমণ করবে।

ষষ্ঠ দলে রয়েছেন- কানিমোঝি করুণানিধি, ডিএমকে সাংসদ

রাজীব রাই, সমাজবাদী পার্টি সাংসদ

মিয়াঁ আলতাফ আহমেদ, ন্যাশনাল কনফারেন্স সাংসদ

ব্রিজেশ চৌটা, বিজেপি সাংসদ

প্রেম চাঁদ গুপ্ত, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সাংসদ

অশোক কুমার মিত্তল, আম আদমি পার্টি (আপ) সাংসদ

রাষ্ট্রদূত মনজীব এস পুরী

রাষ্ট্রদূত জাভেদ আশরাফ

কোন কোন দেশে যাবেন- স্পেন, গ্রীস, স্লোভেনিয়া, লাটভিয়া ও রাশিয়া সফরে যাবে।

সপ্তম দলে রয়েছেন- সুপ্রিয়া সুলে, এনসিপি (এসসিপি) সাংসদ

রাজীব প্রতাপ রুডি, বিজেপি সাংসদ

বিক্রমজিৎ সিং সাহনি, আপ সাংসদ

মনীষ তেওয়ারি, কংগ্রেস সাংসদ

অনুরাগ সিং ঠাকুর, বিজেপি সাংসদ

লাভু শ্রী কৃষ্ণ দেবরায়ালু, টিডিপি সাংসদ

আনন্দ শর্মা, কংগ্রেস

ভি মুরলীধরন, বিজেপি

রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন।

কোন কোন দেশে যাবেন- মিশর, কাতার, ইথিওপিয়া ও দক্ষিণ আফ্রিকায় যাবে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত হয়েছিল ২৬ জন। এর জবাবে ভারত ৭ মে অপারেশন সিঁদুর শুরু করে। গুঁড়িয়ে দেয় পকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি। ৭ মে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে ভারতের সুনির্দিষ্ট আক্রমণে ১০০ জনেরও বেশি সন্ত্রাসবাদী নিহত হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!