টুইট করে প্রধানমন্ত্রীর কাছে কী বার্তা দিলেন ঋষি কাপুর

  • চিকিৎসার জন্য এখন নিউ ইয়র্কে ঋষি কাপুর
  • সোশ্যাল মিডিয়ার মারফৎ তিনি নিয়মিত যোগাযোগ রাখেন তাঁর দেশের সঙ্গে
  • অরুণ জেটলি, স্মৃতি ইরানি এবং প্রধানমন্ত্রীর উদ্দেশে টুইট করলেন ঋষি কাপুর

debojyoti AN | Published : May 27, 2019 9:46 AM IST

নানা সময়ে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেতা ঋষি কাপুর। অনেকসময়ে বেফাঁস মন্তব্য করার জন্য বিভিন্ন সময়ে তাঁকে নিয়ে কাটা-ছেঁড়াও করা হয়েছে। কিছুদিন আগেই ক্যান্সার ধরা পড়েছে তাঁর। চিকিৎসার জন্য এখন তিনি নিউ ইয়র্কে। কিন্তু, সোশ্যাল মিডিয়ার মারফৎ তিনি নিয়মিত যোগাযোগ রাখেন তাঁর দেশের সঙ্গে। 

 

লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর পুনরায় সরকার গঠন করতে চলেছে মোদী সরকার। তাই এদিন অরুণ জেটলি, স্মৃতি ইরানি এবং প্রধানমন্ত্রীর উদ্দেশে টুইট করলেন ঋষি কাপুর। মাননীয় মন্ত্রীদের কাছে কয়েকটি আবেদন রেখেছেন তিনি। দেশের উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে নাগরিকদের জন্যে বিনামূল্যে শিক্ষা, চিকিত্‍সা ব্যবস্থা সুনিশ্চিত করার আবেদন জানিয়েছেন তিনি। অভিনেতা আরও বলেন মানুষের এই মৌলিক অধিকারগুলিকে সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি এও বলেন, সবকিছু হয়তো একদিনে করে ওঠা সম্ভব না, তবে আজকের ছোট একটি পদক্ষেপ আগামীদিনকে আরও উজ্জ্বল করে তুলবে। 

Share this article
click me!