জারি হল কমলা সতর্কতা, হামলা হতে পারে বায়ুসেনার ঘাঁটিতেই, তটস্থ জম্মু-কাশ্মীর

  • জইশ-ই-মহম্মদের ৮ থেকে ১০ জন জঙ্গীর একটি দল ভারতে হামলা চালাতে পারে
  • জম্মু ও কাশ্মীর ও সংলগ্ন এলাকার ভারতীয় বায়ুসেনার ঘাঁটিগুলিতে হতে পারে হামলা
  • জারি করা হল কমলা সতর্কতা
  • আগেই বালাকোটের জঙ্গি ঘাঁটি ফের সক্রিয় হওয়ার খবর এসেছিল

 

amartya lahiri | Published : Sep 25, 2019 8:11 AM IST

দিন কয়েক আগেই পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মহম্মদের ঘাঁটি ফের সক্রিয় হওয়ার খবর জানিয়েছিলেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত। এবার আরও নির্দিষ্ট তথ্য জানাল গোয়েন্দা বিভাগ। তাদের খবর অনুযায়ী জইশ-ই-মহম্মদের ৮ থেকে ১০ জন জঙ্গীর একটি দল, জম্মু ও কাশ্মীর ও সংলগ্ন এলাকার ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতো আত্মঘাতি হামলা চালাতে পারে।

এই খবর পাওয়ার পরই শ্রীনগর, অবন্তিপোরা, জম্মু, পাঠানকোট, হিন্দোন-এর ভারতীয় বায়ুসেনার ঘাঁটিগুলিতে কমলা সতর্কতায় জারি করা হয়েছে। সিনিয়র অফিসাররা প্রত্যেক মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে জইশ জঙ্গিরা ইতিমধ্যেই এই হামলার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে।  

পুলওয়ামার হামলার পর ভারতীয় বায়ুসেনা বালাকোটে এয়ারস্ট্রাইক চালিয়ে জইশ ঘাঁটি সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছিল। কিন্তু দিন কয়েক আগেই সেই ঘাঁটি ফের সক্রিয় হয়েছে বলে জানিয়েছিলেন বিপিন রাওয়াত। আরও বলেন, অন্তত ৫০০ জঙ্গি ভারতে হামলার জন্য প্রস্তুত হচ্ছে। তবে পাকিস্তান এই খবর উড়িয়ে দিয়েছিল।

 

Share this article
click me!