
Honeymoon Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের ঘটনা যেন রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা মধ্যপ্রদেশকে। এতদিন এই রাজ্যে বিয়ের অনুষ্ঠান যেভাবে আয়োজিত হয়েছে, তার তুলনায় এবার কিছুটা হলেও সেই ছবিটা পাল্টাতে শুরু করেছে। কার্যত, নতুন ট্রেন্ড শুরু হয়েছে ভারতের এই রাজ্যে। বিয়ের আগে সম্ভাব্য কনের বিষয়ে এবার খতিয়ে দেখার জন্য ব্যক্তিগত গোয়েন্দা তথা প্রাইভেট ডিটেকটিভদের নিয়োগ করছে বিভিন্ন পরিবার।
Honeymoon Murder-এর মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটে যাওয়ার পর, গোটা রাজ্য জুড়ে গোয়েন্দা সংস্থাগুলিতে বিয়ের আগে কনেদের সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য ভিড় জমতে শুরু করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই তরুণীদের নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বিয়ের অনুষ্ঠানের ঠিক আগে কনের সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ, পুরনো সম্পর্ক থেকে শুরু করে তাঁর আচার-আচরণ এবং বন্ধু মহল সম্পর্কে রীতিমতো তদন্ত চালানো হচ্ছে।
এমনকি, অপরাধমূলক কোনও রেকর্ড আছে কি না, সেই সবকিছুর বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে গোয়ান্দাদের মাধ্যমে। স্থানীয় একটি গোয়েন্দা সংস্থার প্রধান রাজেশ পাণ্ডে জানিয়েছেন, “সোনম রঘুবংশী মামলার পর, কনেদের নিয়ে খোঁজখবর নিতে প্রচুর অনুরোধ আসছে আমাদের কাছে। কখনও তাদের চরিত্র সম্বন্ধে জানতে চাওয়া হচ্ছে। অনেকে আবার এই খবরও নিচ্ছেন যে, তাদের কোনও প্রেমিক আছে কি না। কোনও অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, এই সবকিছুর খোঁজ নেওয়া চলছে। সম্প্রতি আমরা এইরকম ১৮টি কেস পেয়েছি।"
Action Detective Services-এর জোনাল হেড সুভাষ চৌধুরীর কথায়, "আগে লোকেরা শুধু বিরল কিছু ক্ষেত্রেই গোয়েন্দাদের নিয়োগ করতেন। এখন আমরা প্রতি মাসে ৭০-৮০টা কেস দেখতে পাচ্ছি এইরকম। কিছু পরিবারের কাছে তো এখন একজন গোয়েন্দা, বিয়ের পণ্ডিতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। প্রেমের বিয়ে এবং অনলাইন সম্পর্ক একটি নতুন ভয়ের জন্ম দিয়েছে। তাই কেউ আর ঝুঁকি নিতে চাইছেন না।"
সাম্প্রতিক সময়ে, বিয়ের পর স্বামীকে নৃশংস হত্যার অভিযোগ সামনে এসেছে। যেমন মুস্কান রাস্তোগির কুখ্যাত ঘটনাটাই একবার মনে করা যাক। যে তাঁর প্রেমিকের সঙ্গে মিলে স্বামী সৌরভ রাজপুতকে হত্যা করেছিল বলে অভিযোগ। অন্যদিকে, ইন্দোরের সোনম রঘুবংশী তাঁর প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামী রাজা রঘুবংশীকে খুন করেছে বলে অভিযোগ রয়েছে। ফলে, বোঝাই যাচ্ছে যে, কনে সম্পর্কে খোঁজ নিতেই এই পদক্ষেপ নিচ্ছে অনেক পরিবার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।