মেঘ ভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডে, ধুয়ে মুছে গেল ঘরবাড়ি, দেখুন ভাইরাল ভিডিও

  • ফের মেঘভাঙা বৃষ্টি উত্তরভারতে
  • মেঘভাঙা বৃষ্টির জেরে ধুয়ে মুছে গেল ঘরবাড়ি
  • প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হয়েছে ছয় জনের
  • তার মধ্যে রয়েছে এক মা ও তাঁর সন্তান
Indrani Mukherjee | Published : Aug 12, 2019 10:31 AM IST

ফের মেঘভাঙা বৃষ্টি উত্তরভারতে। উত্তরাখণ্ডের চামোলিতে মেঘভাঙা বৃষ্টির জেরে ধুয়ে মুছে গেল ঘরবাড়ি। সংবাদ সংস্থার প্রকাশিত খবর অনুসারে, মেঘ ভাঙা বৃষ্টির কারণে মৃত্যু হয়েছে ছয় জনের, যার মধ্যে রয়েছে এক শিশু ও তার মা-ও।

সূত্রের খবর, মেঘ ভাঙা বৃষ্টির কারণে জলস্রোতে বাড়ি ভেসে গিয়েছে ৩৫ বছর বয়সী রূপা দেবীর, এবং তাতেই প্রাণ হারিয়েছেন তিনি এবং তাঁর ন'মাসের শিশু সন্তান। সূত্রের খবর ঘটনাটি ঘটার সময়ে  ঘুমিয়েছিলেন রূপা দেবী। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা পর্ষদ। সঙ্গে সঙ্গে তারা শুরু করে উদ্ধারকাজ। 

Latest Videos

ডিস্ট্রিক্ট ডিজাসস্টার ম্যানেজমেন্ট অফিসারের তরফে জানানো হয়েছে, ঘাট এলাকার বাঞ্জাবাদ এবংলক্ষ্মী গ্রাম এলাকায় মেঘভাঙা বৃষ্টির কারণে তিনটি বাড়ি ধসে পড়ে গিয়েছে। সেই ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ চাপা পড়ে রয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। 

 

স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে খবর, রাত ১টা থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করে। অন্যদিকে আরও একটি ঘটনায়, ভূমিধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে ২১ বছরের এক যুবতীর। উত্তরাখণ্ডের বেশকিছু এলাকায় গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারন করেছে। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি