স্বামী ও ৬ সন্তানকে ফেলে ভিখারির সঙ্গে পালাল গৃহবধূ! প্রেমের কাহিনি জানলে মাথায় হাত পড়বে

Published : Jan 07, 2025, 06:06 PM IST
Crime Scene

সংক্ষিপ্ত

স্বামী ও ৬ সন্তানকে ফেলে ভিখারির সঙ্গে পালাল গৃহবধূ! প্রেমের কাহিনি জানলে মাথায় হাত পড়বে

চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। ভিখারির সঙ্গে পালিয়ে গেল গৃহবধূ। ছয় সন্তানকে স্বামীর কাছে ফেলে ভিখাড়ির সঙ্গে পালিয়ে গেল স্ত্রী। যুবতীর বয়স ৩৬ বলে জানা গিয়েছে। ৪৫ বছরের বয়সী স্বামী রামু এই নিয়ে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

ইতিমধ্যেই ন্যায় সন্হিতার ৮৭ ধরার অধীনে স্ত্রীয়ের নামে অভিযোগ দায়ের করেছে পুলিশ। পলাতক স্ত্রীয়ের স্বামীর অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে, তাঁর স্ত্রী রাজেস্বরী এবং ছয় সন্তান নিয়ে হারপালপুরে থাকেন। ৪৫ বছরের এক ভিখারি নাম ননহে পণ্ডিত তাদের পাড়ায় ভিক্ষা করতে আসতেন। এবং এই ভিক্ষুকের সঙ্গে প্রায়ই তার স্ত্রী কথা বত বলে জানিয়েছেন তিনি।

এরপর দু'জনের মধ্যে ফোনে কথোপকথন শুরু হয় বলে জানা গিয়েছে। এরপর রাম জানিয়েছেন যে "৩ জানুয়ারি দুপুর ২টোয় আমার স্ত্রী রাজেশ্বরী আমাদের মেয়ে খুশবুকে বলেছিল যে সে বাজারে কাপড় এবং সবজি কিনতে যাচ্ছে। কিন্তু সে আর ফিরে আসেনি। আমি তাকে চারদিকে খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি। আমার সন্দেহ, ননহে পণ্ডিত তাকে নিয়ে পালিয়েছেন।"

পলাতক স্ত্রী মহিষ বিক্রি করা বেশ কিছু টাকা নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ এই ঘটনায় এফআইআর দায়ের করেছে এবং অভিযুক্ত ননহে পণ্ডিতকে খুঁজছে।

PREV
click me!

Recommended Stories

আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত
Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!