Cheating: ৭০ হাজার মানুষের সঙ্গে প্রতারণা, বাজার থেকে তুলেছে ২৬৭৬ কোটি টাকা

Published : Jun 16, 2025, 12:34 PM IST
kuwaits new rule requires beneficiary verification for money transfers

সংক্ষিপ্ত

রাজস্থানে দুই ভাইয়ের বিরুদ্ধে ৭০ হাজার বিনিয়োগকারীকে প্রতারণার অভিযোগ। স্মার্ট সিটিতে জমি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ২৬৭৬ কোটি টাকা আত্মসাৎ। নেক্সা এভারগ্রিন নামক সংস্থায় বিনিয়োগের নামে প্রতারণা।

তাদের সংস্থায় বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যাবে। সঙ্গে ভারতের প্রথম গ্রিনফিল্ড স্মার্ট সিটিতে জমিও দেবে বিনিয়োগকারীদের। এই প্রলোভন দেখিয়ে প্রায় ৭০ হাজার বিনিয়োগকারীকে প্রতারণার অভিযোগ উঠল দুই ভাইয়ের বিরুদ্ধে। প্রায় ২ হাজার ৬৭৬ কোটি টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের শিকার জেলায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই ভাইয়ের নাম সুভাষ বিজারানি এবং রণবীর বিজারানি। তাদের সংস্থার নাম নেক্সা এভারগ্রিন। এই সংস্থায় বিনিয়োগ করলে বেশি রিটার্ন পাওয়া যাবে। গুজরাটের ধোলেরা স্মার্ট সিটি এলাকায় প্লটও পাওয়া যাবে। এই বলে সাধারণ মানুষকে প্রতারণা করে এই দুই ভাই। প্রতারণার জাল আরও বিস্তারে বিনিয়োগকারীদের বলা হয়, তাঁরা যদি অন্যদের এই সংস্থায় বিনিয়োগে উৎসাহী করতে পারেন, তবে নানা পুরস্কার পাবেন। তার মধ্যে ছিল ল্যাপটপ, বাইক, গাড়ি। আবার কোনও বিনিয়োগকারীর আইডির মাধ্যমে কেউ সংস্থায় বিনিয়োগ করলে কমিশনও পাওয়া যেত। এভাবেই প্রতারণার জাল বিস্তার করে।

পুলিশ জানিয়েছে, ২০১৪ সালে ধোলেরায় প্রথম জমি কেনেন রণবীর। প্রাক্তন সেনাকর্মী সুভাষও ৩০ লক্ষ টাকা দিয়ে সেখানে জমি কেনেন। এরপর দুই ভাই নেক্সা এভারগ্রিন সংস্থা খোলেন। ২০২১ সালে আমেদাবাদে সংস্থার রেজিস্ট্রেশন করেন।

বিনিয়োগকারীদের বলা হত, ধোলেরা স্মার্ট সিটি প্রকল্পের অংশীদার এই সংস্থা। ধোলেরা স্মার্ট সিটিতে সংস্থার ১৩০০ বিঘা জমি আছে। সেখানে বিশ্বমানের শহর গড়ে উঠছে। ধোলেরা স্মার্ট সিটিতে ফ্ল্যাট, প্লট পাওয়ার আশায় ৭০ হাজারের বেশি মানুষ এই দুই ভাইয়ের সংস্থায় বিনিয়োগ করেন।

জানা যাচ্ছে, প্রতারণা করে এই দুই ভাই ১৩০০ বিঘা জমি কেনেন। লাক্সারি গাড়ি কেনেন। রাজস্থানে খনি ও হোটেল কেনেন। আমাদাবাদে ফ্ল্যাট ও গোয়ায় ২৫টি রিসর্ট কিনেছে। দুই ভাই নগদ ২৫০ কোটি টাকা নেন। বাকি টাকা ২৭টি ভুয়ো সংস্থায় রাখেন। ৭০ হাজার মানুষকে প্রতারণার পর নিজেদের সব অফিস বন্ধ করে দেয়। গা ঢাকা দেয় বলে খবর। বৃহস্পতিবার ২৫টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। অভিযুক্ত দুই ভাইয়ের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!