SIR : ২০০২ সালের ভোটার তালিকায় আপনার নাম আছে তো? চেক করুন এই পদ্ধতিতে

Published : Oct 29, 2025, 06:14 PM IST
bihar election 2025 voter list update 65 lakh names removed check online

সংক্ষিপ্ত

নির্বাচন কমিশন সোমবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। কিন্তু ২০০২ সালের ভোটার লিস্টের তালিকায় মানুষ নিজের নাম কিভাবে খুজবেন? কোথায় পাবেন সেই তালিকা? এই প্রশ্নগুলি নিয়েই আজকের এই প্রতিবেদন।

বাংলায় এখনও এসআইআর ঘোষণা হয়নি। তবে প্রস্তুতি বৈঠক, ম্যাপিংয়ের কাজ দেখে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা ভবিতব্য বলেই মনে করছেন একাংশ। কমিশনের হাবেভাবেও প্রকাশ পেয়েছে সেই সম্ভবনা। তবে এসআইআর যদি হয়, সেখানে একটা বড় ভূমিকা পালন করবে ২০০২ সালে ভোটার তালিকা। বিহারকে মডেল ধরে চললে বাংলাতেও শেষ এসআইআর নথিকেই ব্যবহার করতে পারে কমিশন।

এবার প্রশ্ন, ২০০২ সালে ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা জানবেন কীভাবে? কমিশনের সাইটেই রয়েছে উত্তর।

২০০২ সালের ভোটার লিস্টে নাম রয়েছে কিনা তা দেখার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-

১) প্রথমে আপনি গুগলে গিয়ে ‘2002 West Bengal Voter List’ লিখে সার্চ করতে পারেন অথবা সরাসরি ceowestbengal.nic.in/Roll_dist লিঙ্কে ক্লিক করতে পারেন।

২) এরপরে ওয়েবসাইটে ঢুকলে আপনি একাধিক জেলার নাম দেখতে পাবেন। সেখান থেকে আপনার নিজের জেলা থেকে সিলেক্ট করতে হবে।

৩) জেলা সিলেক্ট করার পর আপনি বিধানসভা কেন্দ্রগুলির নাম দেখতে পাবেন। সেখান থেকে আপনার বিধানসভা কেন্দ্র সিলেক্ট করতে হবে।

৪) এরপর আপনি যে বুথে বা স্কুলে গিয়ে ভোট দিয়েছেন, সেটিকে খুঁজে ক্লিক করতে হবে।

৫) এরপরেই আপনার সামনে ২০০২ সালের ভোটার লিস্ট খুলে যাবে। সেখান থেকে আপনার নাম খুঁজে নিলেই সমস্যা সমাধান।

*** কিন্তু যদি ২০০২ সালের এই লিস্টে আপনার নাম না থাকে সেক্ষেত্রে অবসরপ্রাপ্তদের পেনশন পেমেন্ট অর্ডার, ভারত সরকার বা রাজ্য সরকারের দেওয়া ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের কোনও পরিচয়পত্র/সার্টিফিকেট/ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট, ভারতের পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, স্থায়ী বাসস্থানের শংসাপত্র, বনভূমি অধিকার শংসাপত্র, জাতিগত শংসাপত্র, জাতীয় নাগরিক পঞ্জি (NRC) -এর নথি, ফ্যামিলি রেজিস্টারের তথ্য, জমি বা বাড়ি বরাদ্দের শংসাপত্র বা দলিল সহ ১১টি নথির প্রয়োজন পড়তে পারে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেনে নিন আজ কোন শহরে ডিজেল ও পেট্রোলের দাম কত
'আত্ম নির্ভর ভারত'কে আরও শক্তিশালী করতে এগিয়ে Amazon, ৩ কারণে ২০৩০-এর মধ্যেই ৩৫ লক্ষ বিনিয়োগ