মালগাড়ির সঙ্গে সংঘর্ষ করমন্ডল এক্সপ্রেসের | ওড়িশার বালেশ্বরের কাছে বড়সড় দুর্ঘটনার কবলে এই ট্রেন | সংঘর্ষের জেরে ট্রেনের অধিকাংশ কামরাই বেলাইন হয়েছে |
মালগাড়ির সঙ্গে সংঘর্ষ করমন্ডল এক্সপ্রেসের, ওড়িশার বালেশ্বরের কাছে বড়সড় দুর্ঘটনার কবলে এই ট্রেন | তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয় | দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তাও জানা যায়নি | অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করছেন রেল কর্তারা | সংঘর্ষের জেরে ট্রেনের অধিকাংশ কামরাই বেলাইন হয়েছে | ট্রেনটি শালিমার স্টেশন থেকে ছেড়েছিল এবং চেন্নাই যাচ্ছিল |