আবারও নৃশংস খুনের ঘটনা উত্তরপ্রদেশের। যা উস্কে দিল মেরেঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের খুনের ঘটনা।
210
স্ত্রীকে বেড়াতে নিয়ে গিয়ে খুন!
স্ত্রীকে বেড়াতে নিয়ে গিয়ে খুন! স্ত্রীকে লখনউ বেড়াতে নিয়ে গিয়ে সেখানেই খুন করে দেহ টুকরো টুকরো করে টেকে ছড়িয়ে দেয় বলে অভিযোগ।
310
দম্পতির বাড়ি
উত্তর প্রদেশের শ্রাবন্তী জেলার বাসিন্দা এই দম্পতি। স্বামীর নাম সফুদ্দিন। আর স্ত্রী সাবিনা। স্ত্রীকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে পুরোপুরি গায়েব করে দেন স্বামী।
পুলিশ জানিয়েছে লখনও বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে গিয়েছিল। সেখানে খুন করে। প্রমাণ আর দেহ লোপাটের জন্য স্ত্রীর দেহ টুকরে টুকরো করে কেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়।
510
১০ কিলোমিটার এলাকা জুড়ে
পুলিশ জানিয়েছে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে স্ত্রীর দেহ ছড়িয়ে ছিল স্বামী। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে দেহ।
610
হাতের অবস্থা
পুলিশ জানিয়েছে হাতের অংশ কেটে পুড়িয়ে তা একটি বাগানের মধ্যে পুঁতে দিয়েছিল স্বামী। পুলিশ জানিয়েছে প্রায় সব দেহাংশই উদ্ধার করেছে স্বামী।
710
পণের জন্য খুন
মৃতার পরিবার জানিয়েছে পণের জন্যই তাদের মেয়েকে খুন করা হয়েছে। বিয়ের পর থেকেই অশান্তি হত।
810
ভাইয়ের টান
কয়েক দিন ধরে দিদির সঙ্গে যোগাযোগ করতে পারছিল না ভাই। ফোন বন্ধ ছিল। শেষ পর্যন্ত দিদির বাড়িতে যায়। সেখানেই সকলে জানায় দম্পতি বেড়াতে গেছে।
910
জামাইবাবুর সঙ্গে যোগাযোগ
শেষপর্যন্ত ভাই জামাইবাবুর সঙ্গে যোগাযোগ করে। কিন্তু দিদির কোনও সন্ধান দিতে রাজি ছিল না জামাইবাবু। তারপরই পুলিশে যায় মৃতার পরিবার। সামনে আসে খুনের কথা।
1010
গ্রেফতার স্বামী
পুলিশ জানিয়েছে সফুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। আদালতেও পেশ করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।