চলন্ত ট্রেন ও প্ল্যাটফর্মের মধ্যে আটকে যাত্রী, দারুণ সাহসিকতায় বাঁচালেন আরপিএফ কর্মী, দেখুন ভিডিও

  • চলন্ত ট্রেন থেকেই প্ল্যাটফর্মে নামতে গিয়েছিলেন এক ব্যক্তি
  • বিপজ্জনকভাবে আটকে পড়েছিলেন কামরা আর প্ল্যাটফর্মের মধ্যের ফাঁকে
  • কিন্তু প্রাণ বাঁচালেন এক আরপিএফ কর্মী
  • ভাইরাল হয়েছে হায়দারাবাদজ স্টেশনের এই ভিডিও

amartya lahiri | Published : Aug 30, 2019 12:50 PM IST / Updated: Aug 30 2019, 06:32 PM IST

চলন্ত ট্রেন থেকেই প্ল্যাটফর্মে নামতে গিয়েছিলেন টি ভেঙ্কট রেড্ডি। আর তাতেই বিপজ্জনকভাবে আটকে পড়েছিলেন কামরা আর প্ল্যাটফর্মের মধ্যের ফাঁকে। কিন্তু প্রাণে বেঁচে গেলেন আরপিএফ কর্মী ভিকুল কুমারের তৎপড়তায়।

বৃহস্পতিবার সকালে তিনি চেন্নাই থেকে চারমিনার এক্সপ্রেসে করে হায়দরাবাদ আসছিলেন। ট্রেন ৫ নম্বর স্টেশনে ঢোকার পরই তিনি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। আর তারপরই বিপজ্জনকভাবে আটকে যান ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে। সেই সময়ই তাঁর সাহায্যে এগিয়ে আসেন পুলিশ কর্মী ভিকুল কুমার।

ভেঙ্কট রেড্ডির হাত শক্ত করে ধরে রেখেছিলেন তিনি। ট্রেন অনেকটা দূর পর্যন্ত ভেঙ্কট রেড্ডিকে ছ্যাচড়াতে ছ্য়াচড়াতে নিয়ে যায়। কিন্তু শেষ অবধি তার হাত ধরে রেকে, তাকে ট্রেনের ফাঁক থেকে বের করে আনেন ভিকুল কুমার।  

সতর্ক থাকার জন্য ও ওই যাত্রীর প্রাণ রক্ষা করার জন্য ঘটনার পর আরপিএফ-এর আইজি এশ্বরন ও কমিশনার রামকৃষ্ণ ভিকুল কুমারকে অভিনন্দন জানিয়েছেন। এই ঊভিডিওটি সোশ্।যানল মিডিয়ায় পোস্ট করেছে রেল মন্ত্রকও। এই ভিডিওটি ব্যবহার করে তারা চলন্ত ট্রেনে ওঠা, নামার বিষয়ে সতর্ক করেছে সাধারণ মানুষকে।

Share this article
click me!