'আমি মানুষ, দেবতা নই', ভোটের মন্তব্য থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে নিখিল কামথকে কী বললেন নরেন্দ্র মোদী

নিখিল কামথের পডকাস্ট 'পিপল বাই ডাব্লুউটিএফ' শিরোনামে একটি পডকাস্ট শো হয়। সেখানেই একটি পর্বে তিনি কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। যার কিছুটা অংশ নিখিল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

 

ভোটের সময়ের মন্তব্য থেকে প্রায় ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জেরোদার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামথের পডকাস্টে স্পষ্ট করে জানিয়ে দেন, তিনি ঈশ্বর নন, একজন মানুষ। ভোটের সময় তিনি বলেছিলেন, তাঁর মাঝে মাধে মনে হয় তাঁর জন্ম স্বাভাবিক নয়। তিনি আরও জানিয়েছিলেন তাঁর মায়ের মৃত্যুর পরই এই কথা তাঁর মনে হয়।

নিখিল কামথের পডকাস্ট 'পিপল বাই ডাব্লুউটিএফ' শিরোনামে একটি পডকাস্ট শো হয়। সেখানেই একটি পর্বে তিনি কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। যার কিছুটা অংশ নিখিল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। মাত্র দুই মিনিটের অংশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিখিল। সেখানে নিখিল সরাসরা মোদীকে জানিয়ে দিয়েছেন, তিনি নার্ভাস। তিনি বলেছেন, 'আমি এখানে আপনার সামনে বসে কথা বলছি, আমি নাার্ভাস হয়ে যাচ্ছে। এটি আমার জন্য একটি কঠিন আলোচনার অনুষ্ঠান।' পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, 'এটা আমার প্রথম পডকাস্ট। আমি জানি না এটি আপনার দর্শকদের সঙ্গে কীভাবে যাবে। '

Latest Videos

 

 

এই ভিডিওতেই মোদী বলেছেন, 'আমিও সাধারণ মানুষ। কোনও দেবতা নই।' তিনি আরও বলেছেন, তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন একটি অযাচিত মন্তব্য করেছিলেন। কিন্তু ভুল যে তাঁরও হয় তা তিনি স্বীকার করে নিয়েছেন। তবে প্রধানমন্ত্রী কী প্রসঙ্গে এই কথা বলেছেন তা স্পষ্ট নয়। নিখিল কামাথ যে ভিডিও শেয়ার করেছেন সেখানে মোদীর সঙ্গে রাজনীতি নিয়েও তাঁর কথাবার্তা হয়েছে।

তবে প্রধানমন্ত্রীর এই মন্তব্য নিয়ে আলোচনা সুরু হয়েছে। কারণ, লোকসভা ভোটের আগে মোদী বলেছিলেন, তিনি পরমশ্বরের কৃপাধন্য। তাঁকে কিছু কাজ দিয়েই পৃথিবীতে পাঠান হয়েছে। তা সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁকে কাজ করেযেতে হবে। তিনি আরও বলেছিলেন, 'মা যতদিন বেঁচে ঝিলেন আমার মনে হত হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পরে নানা রকম অভিজ্ঞতা থেকেই আমি নিশ্চিত আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। ত শক্তিআমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি।' তিনি আরও বলেছিলেন, ঈশ্বর তাঁকে দিয়ে কাজ করাতে চান। তাই ঈশ্বরই তাঁকে এই শক্তি দিয়েছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: হাওড়ায় মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla
ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury