আকাশ সীমা লঙ্ঘন করাচি থেকে আসা বিমানের! তাড়া করে নামাল সুখোই, দেখুন ভিডিও

  • পাকিস্তান থেকে দিল্লি আসছিল জর্জিয়ায় আন্তোনভ-১২ বিমান
  • হঠাতই নিষিদ্ধ আকাশ সীমায় ঢুকে পড়ে মালবাহী বিমানটি
  • তাড়া করে জয়পুর বিমানবন্দরে তাকে নামায় বায়ু সেনার সুখোই
  • জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চলছে

পুলওয়ামার বর্বরোচিত হামলার জবাব ভারত দিয়েছিল বালাকোটে বিমান হানার মাধ্যমে। তারপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বজায় রয়েছে। এরমধ্যেই শুক্রবার বিকেলে পাকিস্তান থেকে আসা একটি জর্জিয়ান আন্তোনভ-১২ কার্গো বিমান ভারতীয় ভুখণ্ডের একটি অননুমোদিত আকাশ সীমায় ঢুকে পড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। বিমানটিকে তাড়া করে বায়ুসেনার সুখোই ফাইটার জেট। অবশেষে জয়পুর বিমানবন্দরে মালবাহী বিমানটিকে নামতে বাধ্য করা হয়।

ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তানের করাচি থেকে জর্জিয়ার ওই মালবাহী বিমানটি রওনা দিয়েছিল দিল্লির উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে হঠাত বিমানটি তার নির্দিষ্ট রথ থেকে সরে গিয়ে গুজরাতের উত্তরে একটি জায়গা দিয়ে ভারতে প্রবেশ করে। ওই এলাকাটি থেকে মাত্র ৭০ কিলোমিটার দক্ষিণেই, কচ্ছের রনে ভারতীয় বায়ুসেনার একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। তাই ওই এলাকার আকাশসীমায় বেসামরিক বিমানের প্রবেশাধিকার নেই।

Latest Videos

#WATCH: Indian Air Force fighter jets force an Antonov AN-12 heavy cargo plane coming from Pakistani Air space to land at Jaipur airport. Questioning of pilots on. pic.twitter.com/esuGbtu9Tl

— ANI (@ANI) May 10, 2019বিমানটি  অননুমোদিত এলাকায় ঢুকে পড়ার পরই তা বায়ুসেনার রেডারে ধরা পড়ে। সঙ্গে সঙ্গে বায়ুসেনার দুটি প্রতিরক্ষামূলক সুখোই এসইউ-৩০এমকেআই জেট বিমান ওই মালবাহী বিমানটিকে তাড়া করে। প্রথমে মালবাহী বিমানটি বায়ুসেনার নির্দেশে সাড়া না দিলেও জয়পুর থেকে ৬০ কিলোমিটার দূর থেকে নিচে নামতে শুরু করে এবং অবশেষে জয়পুর বিমানবন্দরে অবতরণ করে।  

জয়পুরের নিকটবর্তী বায়ুসেনার ঘাঁটিগুলি থেকে সেনা আধিকারিকরা ইতিমধ্যেই জয়পুরে পৌঁছে গিয়েছেন। বিমানটির মালপত্র তল্লাশি করা হচ্ছে। সেই সঙ্গে বিমানকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন হঠাত করে বিমানটি নির্দিষ্ট পথ ছেড়ে সরে গেল, সেই প্রশ্নের উত্তরের খোঁজ চলছে।

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের