
আবারও ঘুষকাণ্ড। এবারও কাঠগড়া আমরা। ১০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক সরকারি আমলা। ওড়িশা ভিজিল্যান্স বিভাগের মতে, কলহান্ডি জেলার ধর্মগড়ের সাব-কালেক্টর ধীমান চকমা সোমবার এক স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। এই ঘটনা জানাজানি হতেই তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ। তার বাসভবনে আরও অনুসন্ধান চালিয়ে অতিরিক্ত ৪৭ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। তবে তদন্ত চলছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০২১-ব্যাচের আইএএস অফিসার চকমা ব্যবসায়ীর প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। কোনও পদক্ষেপ নেবেন এই শর্তে মোট ২০ লক্ষ টাকা ঘুষ হিসেবে চেয়েছিলেন। ওড়িশা ভিজিল্যান্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। চকমা অভিযোগকারীকে ধর্মগড়ে তার সরকারি বাসভবনে ডেকে পাঠান, যেখানে তিনি প্রথম কিস্তি হিসেবে ১০ লক্ষ টাকা গ্রহণ করেন বলে জানা গেছে। বিভাগটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইএএস অফিসারকে "একজন স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে ১০ লক্ষ টাকা ঘুষ দাবি ও গ্রহণ করার সময় হাতেনাতে ধরা হয়েছে"।
অভিযুক্ত সাব-কালেক্টর অভিযোগকারীকে ধর্মগড়ে তার সরকারি বাসভবনে ডেকে পাঠান, ঘুষের টাকা গ্রহণ করেন, তার দুই হাত দিয়ে বিভিন্ন মূল্যের ১০০ টাকার নোটের ২৬টি বান্ডিল যাচাই করেন এবং তার বাসভবনের অফিসের টেবিলের ড্রয়ারের ভিতরে রাখেন। হাত ধোয়া এবং টেবিলের ড্রয়ার ধোয়া উভয়ই ইতিবাচক রাসায়নিক বিক্রিয়া দেখিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
১৯৮৮ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ধারা ৭ (২০১৮ সালে সংশোধিত) অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে এবং আরও বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছে।