আচমকা কড়া নিয়ম! আই কার্ড ছাড়া অফিসে ঢুকতে পারবেন না সরকারি কর্মীরা? জারি বিজ্ঞপ্তি

Published : Apr 20, 2025, 06:53 PM IST

নয়া নিয়ম জারি! সমস্ত সরকারি কর্মীদের অবশ্যই কাজের সময় ছবিসহ পরিচয়পত্র পরে অফিসে আসতে হবে বলে রাজ্য সরকারি জানিয়েছে। কবে থেকে চালু হয়ে যাচ্ছে এই নিয়ম, জেনে নিন।

PREV
111

বর্তমানে সরকারের বিভিন্ন কাজ ডিজিটালাইজড করা হচ্ছে। এই পরিস্থিতিতে, সরকারি কর্মীদের কাজের সময় তাদের পরিচয়পত্র পরিধান করা বাধ্যতামূলক বলে জানিয়েছে রাজ্য সরকার।

211

রাজ্যে ৯ লক্ষেরও বেশি সরকারি কর্মচারী কর্মরত। বিশেষ করে সরকারের বিভিন্ন কাজ ডিজিটালাইজড করা হচ্ছে। 

411

সরকারি কর্মচারীদের পরিচয়পত্র

কেবলমাত্র মুখ্যমন্ত্রী, মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠানগুলিতেই সরকারি কর্মচারী ও আধিকারিকরা পরিচয়পত্র পরিধান করেন। সকল সরকারি কর্মচারী অফিসের সময় অবশ্যই ছবিসহ পরিচয়পত্র পরিধান করবেন, এই বিষয়টি জোর দিয়ে সকল বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে সরকার সময়ে সময়ে নির্দেশ ও পরামর্শ জারি করে।

511

কিন্তু এটি সঠিকভাবে পালন করা হয় না। এই পরিস্থিতিতেই কাজের সময় সরকারি কর্মচারীদের ছবিসহ পরিচয়পত্র পরিধান করা বাধ্যতামূলক বলে নির্দেশ জারি করা হয়েছে।

611

ছবিসহ পরিচয়পত্র বাধ্যতামূলক

এই বিষয়ে সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে: সকল সরকারি কর্মচারী অফিসের সময় অবশ্যই ছবিসহ পরিচয়পত্র পরিধান করবেন, এই বিষয়টি জোর দিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। 

711

ইতিমধ্যেই এই বিষয়ে সরকারের তরফ থেকে নির্দেশ জারি করা হলেও, কিছু বিভাগ উপরোক্ত পদ্ধতি সাবধানতার সাথে পালন করছে না, যা দুঃখজনক বলে রাজ্য সরকার জানিয়েছে। 

811

আদালতের আদেশ উল্লেখ করে সতর্কতা

চেন্নাই উচ্চ ন্যায়ালয় ২০১৮ সালের ৭ জুলাই একটি রায়ে বলেছিল, সরকারের সকল আধিকারিক এবং কর্মচারী, বিশেষ করে যারা জনসাধারণের সাথে যোগাযোগ করেন, তাদের জন্য আই কার্ড দিতে হবে।  

911

যদি ছবিসহ পরিচয়পত্র ইতিমধ্যেই প্রদান না করা হয়, তাহলে ৬০ দিনের মধ্যে তা প্রদান নিশ্চিত করতে হবে।  

1011

এবং পরিচয়পত্র পরিধান সংক্রান্ত নিয়ম কঠোরভাবে প্রয়োগ করতে হবে। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত।

1111

এবার তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। 

click me!

Recommended Stories