চর্চার শিরোনামে ব্যাঙ্ক ধর্মঘট। কারণ ২৪ এবং ২৫ মার্চ সারা দেশ জুড়ে হচ্ছে ধর্মঘট।
কর্মসংস্থান থেকে ৫ দিনের অফিস- একাধিক দাবিতে ধর্মঘট করে চলেছে বিভিন্ন ব্যাঙ্ক কর্মী।
এরই মাঝে প্রকাশ্যে এল বড় চমক। শোনা যাচ্ছে, নয়া নির্দেশ জারি করেছেন আরবিআই।
এবার থেকে একই নামে একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে দিতে হবে জরিমানা। তাও কাটবে ১০ হাজার টাকা করে। এমনই খবর সর্বত্র।
এদিকে একাধিক ব্যক্তির নামে একাধিক অ্যাকাউন্ট- এটা অবাক করা কথা নয়। তবে কি সকলের অ্যাকাউন্ট থেকে কাটা যাবে টাকা?
জানা গিয়েছে, কোনও ব্যক্তির নামে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে আর সেই অ্যাকাউন্ট দিয়ে সন্দেহ জনক ট্রানজেকশন হলে কাটা যাবে টাকা।
আরবিআই-র পক্ষ থেকে নয়া নিয়ম জারি হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে এমন কথা।
যাদের নামে একাধিক অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্ট খতিয়ে দেখা হতে পারে।
যদি কারও অ্যাকাউন্ট ভুয়ো ট্রানজেকশন লক্ষ্য করে ব্যাঙ্ক তাহলে কোনও পদক্ষেপ নিতে পারে।
কাটা হতে পারে ১০ হাজার টাকা পর্যন্ত। তাই এমন ভুল করার আগে সতর্ক হন।
Sayanita Chakraborty