আপনার নামে কি একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা

ব্যাঙ্ক ধর্মঘটের মধ্যেই আরবিআই-এর নয়া নির্দেশ! একই নামে একাধিক অ্যাকাউন্ট থাকলে জরিমানা হতে পারে। সন্দেহজনক লেনদেন হলেই ১০ হাজার টাকা পর্যন্ত কাটার সম্ভাবনা।
Sayanita Chakraborty | Published : Mar 24, 2025 6:32 PM
110

চর্চার শিরোনামে ব্যাঙ্ক ধর্মঘট। কারণ ২৪ এবং ২৫ মার্চ সারা দেশ জুড়ে হচ্ছে ধর্মঘট।

210

কর্মসংস্থান থেকে ৫ দিনের অফিস- একাধিক দাবিতে ধর্মঘট করে চলেছে বিভিন্ন ব্যাঙ্ক কর্মী।

310

এরই মাঝে প্রকাশ্যে এল বড় চমক। শোনা যাচ্ছে, নয়া নির্দেশ জারি করেছেন আরবিআই।

410

এবার থেকে একই নামে একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে দিতে হবে জরিমানা। তাও কাটবে ১০ হাজার টাকা করে। এমনই খবর সর্বত্র।

510

এদিকে একাধিক ব্যক্তির নামে একাধিক অ্যাকাউন্ট- এটা অবাক করা কথা নয়। তবে কি সকলের অ্যাকাউন্ট থেকে কাটা যাবে টাকা?

610

জানা গিয়েছে, কোনও ব্যক্তির নামে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে আর সেই অ্যাকাউন্ট দিয়ে সন্দেহ জনক ট্রানজেকশন হলে কাটা যাবে টাকা।

710

আরবিআই-র পক্ষ থেকে নয়া নিয়ম জারি হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে এমন কথা।

810

যাদের নামে একাধিক অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্ট খতিয়ে দেখা হতে পারে।

910

যদি কারও অ্যাকাউন্ট ভুয়ো ট্রানজেকশন লক্ষ্য করে ব্যাঙ্ক তাহলে কোনও পদক্ষেপ নিতে পারে।

1010

কাটা হতে পারে ১০ হাজার টাকা পর্যন্ত। তাই এমন ভুল করার আগে সতর্ক হন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos