অ্যাকাউন্টে এর থেকে কম টাকা রাখলেই হবে মোটা টাকা জরিমানা! এ ছাড়া এই টাকা না রাখলে আর সুদ দেবে না ব্যাঙ্ক

অ্যাকাউন্টে এর থেকে কম টাকা রাখলেই হবে মোটা টাকা জরিমানা! এ ছাড়া এই টাকা না রাখলে আর সুদ দেবে না ব্যাঙ্ক

Anulekha Kar | Published : Mar 25, 2025 3:56 PM
17

১ এপ্রিল থেকে ব্যাঙ্কিং খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। এমনকী বেড়ে যাবে ব্যাঙ্কের নূন্যতম ব্ল্যালেন্সও।

27

এবার থেকে বেশ কিছু বিষয়ে কড়া হয়েছে কেন্দ্র। এ ছাড়া রেস্তোরা ও শপিং মলে পেমেন্টের ক্ষেত্রেও এসেছে নতুন নিয়ম।

37

নূন্যতম ব্যালেন্স ব্যাঙ্কে না রাখলেই এবার মোটা টাকা জরিমানা হবে। এমনই নিয়ম জারি করছে ব্যাঙ্ক।

47

এ ছাড়াও আসছে আরও বড় একটা নিয়ম। এবার থেকে সেভিংস অ্যাকাউন্টে যত বেশি টাকা রাখা হবে তত বেশি সুদ পাওয়া যাবে। অর্থাৎ নির্দিষ্ট হারে এখন আর সুদ পাওয়া যাবে না। যত বেশি টাকা অ্যাকাউন্টে রাখবেন তত বেশি সুদ পাবেন।

57

এবার থেকে অনলাইন ব্যাঙ্কিং-এর ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম আসছে। অনলাইনে টাকা লেনদেন করতেও ২ ফ্যাক্টরি যাচাইকরণ হবে। যাতে চুরি এড়ানো যায়।

67

এ ছাড়া ATM লেনদেনেও আসছে দারুণ পরিবর্তন। এবার থেকে অন্যান্য ব্যাঙ্কের ATM থেকে টাকা তুলতে সীমিত সংখ্য বিনামূল্যে লেনদেন করা যাবে। অর্থাৎ বেশ কয়েকবার বিনামূল্যে ATM থেকে টাকা তোলা যাবে।

77

সব মিলিয়ে একের পর এক নতুন বদল আসছে ব্যাঙ্কিং-এর ক্ষেত্রে। এ ছাড়াও এবার ক্রেডিট কার্ডে আর ভাউচারের সুবিধা মিলবে না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos