এ ছাড়াও আসছে আরও বড় একটা নিয়ম। এবার থেকে সেভিংস অ্যাকাউন্টে যত বেশি টাকা রাখা হবে তত বেশি সুদ পাওয়া যাবে। অর্থাৎ নির্দিষ্ট হারে এখন আর সুদ পাওয়া যাবে না। যত বেশি টাকা অ্যাকাউন্টে রাখবেন তত বেশি সুদ পাবেন।
57
এবার থেকে অনলাইন ব্যাঙ্কিং-এর ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম আসছে। অনলাইনে টাকা লেনদেন করতেও ২ ফ্যাক্টরি যাচাইকরণ হবে। যাতে চুরি এড়ানো যায়।
67
এ ছাড়া ATM লেনদেনেও আসছে দারুণ পরিবর্তন। এবার থেকে অন্যান্য ব্যাঙ্কের ATM থেকে টাকা তুলতে সীমিত সংখ্য বিনামূল্যে লেনদেন করা যাবে। অর্থাৎ বেশ কয়েকবার বিনামূল্যে ATM থেকে টাকা তোলা যাবে।
77
সব মিলিয়ে একের পর এক নতুন বদল আসছে ব্যাঙ্কিং-এর ক্ষেত্রে। এ ছাড়াও এবার ক্রেডিট কার্ডে আর ভাউচারের সুবিধা মিলবে না।