এখন থেকে লিভ-ইনে থাকতে গেলেও করতে হবে রেজিস্ট্রেশন! বাবা, মাকে না জানিয়ে একসঙ্গে থাকা চলবে না

Published : Jul 14, 2024, 01:20 PM ISTUpdated : Jul 14, 2024, 01:21 PM IST
live in relationship

সংক্ষিপ্ত

এখন থেকে লিভ ইনে থাকতে গেলেও করতে হবে রেজিস্ট্রেশন! বাবা, মাকে না জানিয়ে একসঙ্গে থাকা চলবে না

যতদিন যাচ্ছে বিয়ের উপরে ভরসা হারাচ্ছে মানুষ! সেক্ষেত্রে বেশিরভাগ ছেলে-মেয়েরাই এখন লিভ ইনে বিশ্বাসি। দিনে দিনে বাড়ছে লিভ ইনে থাকা জুটির সংখ্যা।

অনেক ক্ষেত্রেই বাবা-মায়ের অজান্তেই লিভ ইনে থাকেন সন্তান। তবে এখন থেকে আর বাবা-মায়ের অজান্তে লিভ ইনে থাকা যাবে না। দুটি ছেলে মেয়ে লিভ ইনে থাকতে গেলে অবশ্যই পিতা মাতার মান্যতা থাকতে হবে। লোকসভা নির্বাচনের আগেই উত্তরাখণ্ডের আইনে বড় বদল এসেছে।

বিধানসভায় পাশ হয়েছে ইউনিফর্ম সিভিল কোড। এই বিধিতে সম্পর্কের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।

এক্ষেত্রে লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে কী কী নিয়ম হবে তার জন্য একটি বিশেষ প্যানেল তৈরি পয়েছে। এই প্যানেলে সূত্রে জানা গিয়েছে যে, ১৮ থেকে ২১ বছর বয়সী যারা লিভ ইন করবে তাদের অভিভাবককে অবশ্যই জানাতে হবে।

২১ বছরের উর্ধ্বের কেউ লিভ ইনে থাকলে তাদেরও সম্পর্কের রেজিস্ট্রেশন করাতে হবে। কিন্তু এদের কোনও তথ্য প্রকাশ্যে আনা হবে না।

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল