এবার রাজ ঠাকরেকে ইডির তলব! ছাড় পেলেন না শিবসেনা নেতার ছেলেও

  • এবার ইডির ডাক এল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দলের প্রধান রাজ ঠাকরের কাছে
  • একটি আর্থিক নয়ছয়ের তদন্তের মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে
  • আগামী ২ অগাস্ট তাঁকে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে
  • ডাকা হয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা মনোহর যোশীর পুত্র উম্মেশ যোশীকেও

 

amartya lahiri | Published : Aug 19, 2019 9:38 AM IST

ইনফ্রাস্ট্রাকচার লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের অর্থ নয়ছয়ের তদন্তের মামলায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দলের প্রধান রাজ ঠাকরেকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল। ইডির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২ অগাস্ট তাঁকে তদন্তকারী অফিসারদের মুখোমুখি হতে হবে।

তবে এই মামলার তদন্তে শুধু রাজ ঠাকরেই নয়, জিজ্ঞাসাবাদ করা হবে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা মনোহর যোশীর পুত্র উম্মেশ যোশীকেও। আগেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল। তিনি সম্ভবত সোম অথবা মঙ্গলবার ইডির অফিসারদের সামনে হাজিরা দেবেন।

Latest Videos

কোহিনুর সিটিএনএল নামে একটি সংস্থায়, আইএল অ্যান্ড এফএস গোষ্ঠীর লোন ইকুইটি ইনভেস্টমেন্ট মামলায় রাজ ঠাকরের কী ভূমিকা ছিল মূলত তাই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ইডি কর্তারা। কোহিনুর সিটিএনএল সংস্থার সঙ্গে জড়িত ছিলেন উম্মেশ যোশী। তিনি ও রাজ ঠাকরে একটি কনসোর্টিয়াম গড়ে বেশ কিছু সম্পত্তি ক্রয় করেছিলেন। পরে রাজ ঠাকরে বিদায় নেন। দুজনকেই ডেকে পাঠিয়ে ইডি এই পুরো লেনদেনের বিষয়টি পরিষ্কারভাবে জানতে চাইছে।

 

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
'তৃণমূল নেতারা দু-তিন বার বাড়ি পেলেও বারবার আমরা বঞ্চিত' ক্ষোভে ফুসছে মুর্শিদাবাদবাসী
লক্ষাধিক ভক্তদের সঙ্গে নিরঞ্জনের পথে Shantipur-এর কালী! নজর কাড়লো মহিষখাগি মাতার বিসর্জন!
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর