Durai Murugan: 'উত্তর ভারতের মহিলারা ১০ জনকে বিয়ে করতে পারেন,' বিতর্কিত মন্তব্য তামিলনাড়ুর মন্ত্রীর

Proposed Delimitation: আসন পুনর্বিন্যাস এবং ভাষা নিয়ে বিতর্কে উত্তাল তামিলনাড়ু। দক্ষিণ ভারতের এই রাজ্যের শাসক দল ডিএমকে নেতা-মন্ত্রীরা বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছেন।

Durai Murugan: আসন পুনর্বিন্যাস (Delimitation) এবং ভাষা নিয়ে বিতর্কের মধ্যে দক্ষিণ ভারত (South India) ও উত্তর ভারতের (North India) সংস্কৃতির তুলনা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তামিলনাড়ুর (Tamil Nadu) মন্ত্রী দুরাই মুরুগান (Durai Murugan)। তিনি বলেছেন, 'আমাদের সংস্কৃতিতে একজন পুরুষ একজন মহিলাকেই বিয়ে করেন। কিন্তু উত্তর ভারতে একজন মহিলা পাঁচ বা ১০ জন পুরুষকে বিয়ে করতে পারেন। একইসঙ্গে পাঁচজন পুরুষ একজন মহিলাকে বিয়ে করতে পারেন। এটাই ওদের সংস্কৃতি। একজন যদি চলে যান, অন্য একজন আসবেন।' পর্যবেক্ষকদের মতে, মহাভারতের উদাহরণ টেনে উত্তর ভারতের সংস্কৃতিকে ব্যঙ্গ করেছেন তামিলনাড়ুর মন্ত্রী। মহাভারতে পঞ্চপাণ্ডবকে বিয়ে করেন দ্রৌপদী। তবে বর্তমান ভারতের হিন্দু বিবাহ আইন অনুযায়ী, কোনও পুরুষ বা মহিলা একসঙ্গে পাঁচজনকে বিয়ে করতে পারেন না।

জিভ কেটে নেওয়ার হুমকি মুরুগানের

Latest Videos

জাতীয় শিক্ষানীতি ২০২০ নিয়ে তামিলনাড়ুতে বিতর্ক তৈরি হয়েছে। ডিএমকে-র দাবি, হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিতর্ক সংসদ পর্যন্ত পৌঁছে গিয়েছে। কয়েকদিন আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে ডিএমকে সাংসদদের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে মুরুগান বলেছেন, ‘এই দুর্গন্ধময় সংস্কৃতি থেকে এসে আপনি আমাদের অসভ্য বলছেন? নিজেকে সংযত করুন। না হলে আমরা আপনার জিভ কেটে নেব।’

উত্তর ভারতের বাসিন্দাদের তীব্র আক্রমণ মুরুগানের

ডিএমকে-র অভিযোগ, জনসংখ্যার ভিত্তিতে বিভিন্ন রাজ্যে লোকসভা আসন পুনর্বিন্যাসের পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। সেটা হলে তামিলনাড়ুতে লোকসভা আসন কমে যাবে। এ প্রসঙ্গে উত্তর ভারতের বাসিন্দাদের আক্রমণ করে মুরুগান বলেছেন, ‘কংগ্রেস বা অন্য কোনও দল যখন কেন্দ্রে ক্ষমতায় ছিল, তখন তারা জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলেছিল। আমরা সেই সময় সেটাই করেছি। এখন আমাদের জনসংখ্যা কমে গিয়েছে। কিন্তু উত্তর ভারতে জনসংখ্যা কমেনি। ওরা ১৭, ১৮, ১৯টা করে সন্তানের জন্ম দেয়। ওদের অন্য কোনও কাজ নেই।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Nandigram News: সোনাচূড়ায় শহিদ বেদীতে মাল্যদান, নন্দীগ্রামের স্মৃতিতে ফিরে গেলেন Suvendu Adhikari
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের
‘Hindu-দের আস্থায় আঘাত করলে উপড়ে ফেলব!’ Bhabanipur-এ Mamata banerjee-কে তোপ দাগলেন Suvendu Adhikari
Nadia News: দোলের দিন এইরকম হল! তিন যাত্রীঠাসা টোটোকে ছিটকে দিল এক স্করপিও, আতঙ্ক গোটা এলাকায়
Yogi Adityanath : হোলির দিনে বিরোধীদের আক্রমণ যোগীর, দেখুন কী বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী