
২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর, ‘পাকিস্তানের মদতপুষ্ট’ হ্যাকাররা ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে প্রায় ১৫ লক্ষ বার সাইবার হামলার চেষ্টা চালায়। মহারাষ্ট্র সাইবার সেলের এক তদন্ত রিপোর্টে জানানো হয়েছে, এত বিপুল সংখ্যক হামলার চেষ্টা সত্ত্বেও হ্যাকাররা খুব কম ক্ষেত্রেই সফল হয়েছে। রিপোর্ট অনুযায়ী, মাত্র ১৫০টি ক্ষেত্রে তারা আক্রমণে সফল হয়।
মহারাষ্ট্র সাইবার সেলের তদন্ত রিপোর্ট অনুযায়ী, কেবল পাকিস্তান নয়, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরক্কো এবং পশ্চিম এশিয়ার কয়েকটি দেশ থেকেও ভারতের বিরুদ্ধে সাইবার হামলা চালানো হয়েছে। এই তদন্ত রিপোর্টের নাম দেওয়া হয়েছে ‘রোড অফ সিঁদুর’।
রিপোর্টে হ্যাকারদের করা বেশ কিছু দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। যেমন, হ্যাকাররা দাবি করেছিল যে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা হয়েছে। আবার, তারা বলেছিল ভারতের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে সাইবার হামলার ফলে বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। কিন্তু তদন্ত রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই সমস্ত দাবির কোনও সত্যতা নেই।
হ্যাকাররা যে ১৫০টি ওয়েবসাইটে সফলভাবে আক্রমণ চালাতে পেরেছে, তার মধ্যে একটি পুরসভার ওয়েবসাইট এবং একটি নার্সিং ট্রেনিং কলেজের ওয়েবসাইট রয়েছে। এই দুটি ওয়েবসাইট বিকৃত করে দেওয়া হয়। তবে তদন্তমূলক রিপোর্টে জানানো হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই হ্যাকারদের আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়েছে।