শুনশান পাড়ায় অবাধে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ, এক নয়, একাধিক- তিনটে চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে পাড়ার মধ্যে। শ্রীনগরের গাড়ওয়ালের এই ভিডিও দেখে আতঙ্কিত এলাকাবাসি।
শুনশান পাড়ায় অবাধে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ, এক নয়, একাধিক- তিনটে চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে পাড়ার মধ্যে। রাত হওয়ায় রাস্তায় লোক না থাকায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন অনেকেই। তবে বাঘগুলি পরে একটা পাঁচিলে উঠে বাড়ির উঠোনের দিকে চলে যায়। শ্রীনগরের গাড়ওয়ালের এই ভিডিও দেখে আতঙ্কিত এলাকাবাসি।