8th Pay Commission: নতুন বেতন কাঠামোয় নূন্যতম বেতন দাঁড়াবে ৯১ হাজার টাকায়! কেন্দ্র দিল দুর্দান্ত খবর

Published : Mar 11, 2025, 11:26 AM IST

8th Pay Commission: নতুন বেতন কাঠামোয় নূন্যতম বেতন দাঁড়াবে ৯১ হাজার টাকায়! কেন্দ্র দিল দুর্দান্ত খবর

PREV
18

গত ১৭ জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এরফলে উপকৃত হবেন প্রায় হাজার হাজার কেন্দ্রীয় সরকারি কর্মীরা। উপকৃত হবেন পেনশন ভোগীরাও।

28

২০২৬ সালের জানুয়ারি মাস থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে। এরফলে একধাক্কায় অনেকটা বেতন বেড়ে যাবে কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

38

২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর সপ্তম বেতন কমিশন অনুমোদিত হয়েছে এবং ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে।

48

অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয় ২০০৬ সালের জুলাই মাসে এবং তা কর্যকর হয় অক্টোবর মাসে। 

58

মূল্য বৃদ্ধির কারণে ফের বেতন কমিশন গঠন করার কথা ভেবেছে কেন্দ্র। তাই ১০ বছর পর ফের অষ্টম বেতন কমিশন গঠন করার ঘোষণা করা হয়েছে। 

68

এর ফলে এক ধাক্কায় হাজার হাজার টাকা বেতন বেড়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ঠিক কতটা বেতন বাড়ছে জানলে রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে যাবে।

78

অষ্টম বেতন কমিশন গঠনের পরে যাদের ৪০ হাজার টাকা বেতন তাঁদের বেতন বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৯১ হাজার টাকা।

88

হার্ঘ ভাতা নতুন মূল বেতনের ৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, ডিএ-র পরিমাণ হবে ৬৩,৮৪০ টাকা। নতুন মূল বেতনের ২৪ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা (এইচআরএ) হবে ২১,৮৮৮ টাকা। যদি মূল বেতন, ডিএ এবং এইচআরএ যোগ করা হয়, তাহলে মোট বেতন দাঁড়াবে প্রায় ১ লক্ষ ৭৬ হাজার টাকা।

click me!

Recommended Stories