বিজেপি প্রাক্তন বিধায়কের বাড়িতে কোটি কোটি টাকা-গয়না, পুকুরে ৩টি কুমির কেন? উত্তর খুঁজছে IT দফতর

Published : Jan 10, 2025, 03:26 PM IST
IT DEPERTMENT

সংক্ষিপ্ত

বিজেপি বিধায়কের বিড়ি ব্যবসায়ী। হরবংশ সিং রাঠৌর আর তাঁর সঙ্গী রাজেশ দুজনের বিরুদ্ধে ১৫৫ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। 

কোটি কোটি টাকার সঙ্গে তিনটি কুমির- বিজেপির প্রাক্তন বিধায়কের বাড়িতে হানা দিতে গিয়ে এইসব দেখে চোখ কপালে উঠল আয়কর আধিকারিকদের। আয়কর হানা দিয়ে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা নগদ, বিপুল পরিমাণ সোনা আর কয়েকটি বিদেশি গাড়ি। যার বাড়িতে হানা দেওয়া হয়েছিল তিনি বিজেপির প্রাক্তন বিধায়ক হরবংশ সিং রাঠৌর। বিজেপি বিধায়কের সঙ্গে আয়কর হানা হয়েছিল তাঁরই ব্যবসায়ীক সঙ্গী কেশরওয়ানির বাড়িতেও। তবে আজ নয়, গত রবিবার থেকেই চলছে তল্লশি অভিযান।

আয়কর দফতর সূত্রের খবর বিজেপি বিধায়কের বিড়ি ব্যবসায়ী। হরবংশ সিং রাঠৌর আর তাঁর সঙ্গী রাজেশ দুজনের বিরুদ্ধে ১৫৫ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। আর সেই মামলার তদন্তে নামে আয়কর দফতর। হানা দেয় বিধায়করের বাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় নগদ টাকা, গয়না আর বিদেশি গাড়ি। তবে বিধায়কের বাড়ির পুকুরে ঘুরে বেড়াচ্ছিল তিনটি কুমির। তা দেখে রীতিমত অবাক আয়কর আধিকারিকরা। তাঁদের প্রশ্ন শুধুমাত্র কি শখের বসেই বিধায়ক কুমির পুষেছিলেন, না এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ। তাও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত বন দফতর এই বিষয় খতিয়ে দেখবে বলেও জানিয়েছেন আয়কর আধিকরিকরা।

আয়কর দফতর সূত্রের খবর, বিধয়কের বাড়ি থেকে নগদ তিন কোটি টাকা, কোটি কোটি টাকার গয়না আর বহু সম্পত্তির নথি উদ্ধার হয়েছে। এক তদন্তকারী জানিয়েছেন, বাড়ির আশেপাশেও তল্লাশি চালান হচ্ছে। এক আয়কর আধিকারিক জানিয়েছেন, প্রথমে তারা বিধায়কের বাড়ির মধ্যেই তল্লাশি চালিয়েছেন। কিন্তু তারপরই বাড়ির বাইরে তল্লাশি শুরু করেন। তখনয়ই চোখে পড়ে বিধায়কের বাড়ির পুকুরে ঘুরে বেড়াচ্ছে তিনটি কুমির। তখনই তারা অবাক হয়ে যায়।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Ajit Doval : কেন ফোন-ইন্টারনেট ব্যবহার করেন না? রহস্যময় উত্তর অজিত ডোভালের
নিমেষে ধ্বংস হবে শত্রুর ট্যাঙ্ক, এই খতরনাক মিসাইলের পরীক্ষা ভারতের