গান্ধী জন্মজয়ন্তীর আগেই ছেড়ে দিন বদ অভ্যাস! প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ নিতে আপনি তৈরি তো

  • একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারের অভ্যাস ছাড়ার চ্যালেঞ্জ দিলেন মোদী
  • গান্ধী জন্মজয়ন্তীর মধ্যেই এই চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে
  • স্বচ্ছ ভারতের মতো এও একটি আন্দোলনে পরিণত হবে বলে তাঁর আশা
  • দোকানদারদের অনুরোধ করলেন প্লাস্টিক ব্যাগের বদলে কাপড় বা চটের ব্যাগ দিতে

amartya lahiri | Published : Aug 15, 2019 1:33 PM IST / Updated: Aug 15 2019, 07:04 PM IST

বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে গান্ধী জন্মজয়ন্তীর মধ্য়েই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারের অভ্যাস ছাড়ার চ্যালেঞ্জ করলেন। একইসঙ্গে পরিবেশ দূষণ রোধে ব্যবসায়ীদের প্রতি নরেন্দ্র মোদীর অনুরোধ তাঁরাও যেন ত্রেতাদের প্লাস্টিক ব্যাগের বদলে পরিবেশ বান্ধব ব্যাগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি দেশে 'স্বচ্ছ ভারত' অভিযানের ডাক দিয়েছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়ে, বিষয়টিকে ভারতীয়রা একটি আন্দোলনের রূপ দেন। তাই তাঁর আশা এইবার দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম স্বাধীনতা দিবসের বক্তৃতায় তাঁর দেওয়া এই চ্যালেঞ্জও  ভারতবাসী ততটা গুরুত্ব দিয়েই নেবেন।

দোকানদারদের প্রতি তাঁর পরামর্শ প্লাস্টিকের বদলে কাপড় বা চটের ব্য়াগ ব্যবহার করা। সেইসঙ্গে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে প্রযুক্তির সহায়তা নেওয়ার কথাও বলেছেন তিনি। শুধু তাই নয়, তাঁর মেক ইন ইন্ডিয়ার স্বপ্নকে পুরোপুরি সফল করতে দেশবাসীকে ভারতে তৈরি পন্য ব্যবহারে উৎসাহিত করেছেন।

 

Share this article
click me!