
India-Pakistan Ceasefire: মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে (India-Pakistan Ceasefire) রাজি হয়ে গিয়েছে ভারত ও পাকিস্তান। এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। শনিবার তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতে দীর্ঘ আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়ে গিয়েছে। অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশকেই অভিনন্দন জানাই। বাস্তবজ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়েছে। এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।’ ট্রাম্পের এই ঘোষণার পাশাপাশি পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দারও ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কথা জানিয়েছেন। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। পাকিস্তান সবসময় সার্বভৌমত্ব ও অখণ্ডতার সঙ্গে আপস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করে এসেছে।’
ভারতের পক্ষ থেকে সরকারিভাবে যুদ্ধবিরতির ঘোষণা
মার্কিন প্রেসিডেন্ট ও পাক উপ-প্রধানমন্ত্রীর ঘোষণার পর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সরাসরি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে। বিদেশসচিব বিক্রম মিস্রি (Vikram Misri) জানিয়েছেন, ‘পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (Director General of Military Operations) আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ ভারতের ডিজিএমও-কে (DGMO) ফোন করেছিলেন। এই আলোচনায় ঠিক হয়, দুই দেশই আজ বিকেল পাঁচটা থেকে ভূমি, আকাশ ও সমুদ্রে সব ধরনের গুলিবর্ষণ ও সামরিক কার্যকলাপ বন্ধ রাখবে।’
সাংবাদিক বৈঠকে বিদেশসচিব আরও জানিয়েছেন, 'দু'পক্ষকেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ১২ মে ফের কথা বলবেন দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস।' তবে ভারত যুদ্ধবিরতিতে রাজি হলেও, পাকিস্তান ছায়াযুদ্ধ চালিয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। ফলে ভারতের সেনাবাহিনীকে সতর্ক থাকতে হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।