অনুপ্রবেশ-চোরাচালান বন্ধ করতে ৪ দিনের বৈঠক ঢাকায়, কথা হবে BSF ও BGB-র

Saborni Mitra   | ANI
Published : Aug 11, 2025, 01:02 PM IST
India Bangladesh Border Guard Chiefs Conference in Dhaka August 25 28

সংক্ষিপ্ত

২৫ আগস্ট ২০২৫ থেকে ৪ দিনব্যাপী ৫৬তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, নিরাপত্তা, চোরাচালান, নদী, দ্বিপাক্ষিক সহযোগিতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। 

২৫ আগস্ট ২০২৫ থেকে ৪ দিনব্যাপী (২৫-২৮ আগস্ট) ৫৬তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত হবে বলে রবিবার বিজিবির এক বিবৃতিতে জানানো হয়েছে। এই বৈঠকে উপস্থিত থাকবে বিএসএফও।

বিএসএফের মহাপরিচালকের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল এই সম্মেলনে অংশগ্রহণ করবে বলেও জানানো হয়েছে। বিজিবির বিবৃতিতে বৈঠকের বেশ কিছু এজেন্ডা উল্লেখ করা হয়েছে। এই এজেন্ডাগুলির মধ্যে রয়েছে: সীমান্ত হত্যা, অনুপ্রবেশ রোধ; মাদক, অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য চোরাচালান রোধ সহ বিভিন্ন সীমান্ত অপরাধ দমন; আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ; সীমান্ত নদীর তীর সংরক্ষণ এবং সীমান্ত নদীর জলের ন্যায্য বন্টন নিশ্চিত করা; সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নের জন্য যৌথ উদ্যোগ গ্রহণ; ভারতীয় গণমাধ্যমে সাম্প্রতিক বাংলাদেশবিরোধী প্রচারণার ফলে সীমান্তে উত্তেজনা প্রশমিত করার উদ্যোগ; দ্বিপাক্ষিক সমস্যা; এবং দুই দেশের মধ্যে সীমান্ত স্বার্থ সংক্রান্ত বিষয়। গত ফেব্রুয়ারিতে দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে, বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষিতে, ৯ মে কর্তৃপক্ষ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় আন্তর্জাতিক সীমান্তের শূন্য রেখা থেকে ১ কিলোমিটারের মধ্যে রাত্রিকালীন কারফিউ জারি করে। পূর্ব খাসি পাহাড়ের জেলা ম্যাজিস্ট্রেট আর.এম. কুরবাহ, আইএএস-এর জারি করা আদেশ অনুসারে, রাত্রিকালীন কারফিউ প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে এবং ৮ মে, ২০২৫ তারিখ থেকে দুই মাসের জন্য বলবৎ থাকবে। কারফিউ বাংলাদেশে প্রবেশ বা অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে সীমান্তের কাছে লোকজনের চলাচল নিষিদ্ধ করেছে। এটি পাঁচ বা ততোধিক ব্যক্তির কোনও অননুমোদিত মিছিল বা অবৈধ সমাবেশকে নিষিদ্ধ করে। লাঠি, রড এবং পাথরের মতো অস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে এমন জিনিসপত্র বহন করা যায় না- এই জাতীয় পরিস্থিতি তৈরি হলে।

এছাড়াও, আদেশটি ভারত-বাংলাদেশ সীমান্তে এবং এর আশেপাশে গবাদি পশু, চোরাচালানের জিনিসগুলি , সুপারি, পান, শুকনো মাছ, বিড়ি, সিগারেট এবং চা পাতার চোরাচালান সহ অবৈধ এবং অনাকাঙ্ক্ষিত কার্যকলাপ রোধ করার লক্ষ্যে কাজ করে। সীমান্ত এলাকায় জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়