ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৮ লক্ষে, মাত্র তিন দিনে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ

করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ লক্ষ 
৭-৮ লক্ষে পৌঁছাতে সময় লাগল মাত্র ৩ দিন
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে আক্রান্তের থেকে মৃত্যুর হার অনেক কম 

শুক্রবার রাতে ভারতে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ছুঁয়েছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু আর দিল্লিতে রিপোর্ট আসার পরই আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার সকালে আক্রান্তের সংখ্যা ছিল ৭ লক্ষ ৯৩  হাজার ৮০২ জন। 


স্বাস্থ্য মন্ত্রক সূত্রেরখবর গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৪৮৪ জন। বর্তমানে দেশে আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ  ০১ হাজার ২৮৬। করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৭ থেকে ৮ লক্ষে পৌঁছায়ে সময় লাগল মাত্র তিন দিন। 

Latest Videos

স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর গত ২৪ ঘণ্টায়  মহারাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭৮৬২ জন। মৃত্যু হয়েছে ২২৬ জনের। এদিন পাঁচ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। 

দিল্লিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০৮৯ জন। সুস্থ হয়েছেন ২৪৬৮ জন। মৃত্যু হয়েছে ৪২ জনের। 


একই ছবি তামিলনাড়ুতে। আক্রান্তের সংখ্যা ৩৬৮০। মৃত্যু হয়েছে ৬৪ জনের।এই রাজ্যের ৫০ শতাংশেরও বেশি মানুষ করোনা আক্রান্ত বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ব্যাপক প্রভাব পড়েছে চেন্নাইতে। 

করোনাভাইরাসের সংক্রমণ প্রবলভাবে বেড়ে যাওয়ার পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রসহ একাধিক রাজ্য নতুন করে লকডাউনের পথেই হাঁটছে। তবে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে করোনা আক্রান্তের সংখ্যার তুলনায় মৃতের সংখ্যা অনেকটাই কম ভারতকে। এদেশে ৬২ শতাংশ আক্রান্ত মানুষই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারছেন বলেও দাবি করেছে হর্ষ বর্ধনের মন্ত্রক। 

Share this article
click me!

Latest Videos

চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari