করোনা সত্ত্বেও বিদেশি বিনিয়োগ বাড়ল ১৩ শতাংশ, মোদীর নেতৃত্বে ঘুরে দাঁড়াবে কি অর্থনীতি

Published : Oct 20, 2020, 11:14 PM IST
করোনা সত্ত্বেও বিদেশি বিনিয়োগ বাড়ল ১৩ শতাংশ, মোদীর নেতৃত্বে ঘুরে দাঁড়াবে কি অর্থনীতি

সংক্ষিপ্ত

করোনা সত্ত্বেও বাড়ল বিদেশি বিনিয়োগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের কামাল বলেই দাবি রেলমন্ত্রীর গত ছয় বছরে বিদেশী বিনিয়োগ বেড়েছে ৫৫ শতাংশ আর কী বললেন পীযূষ গয়াল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনে ভারত হয়ে উঠেছে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বা এফডিআই-এর পছন্দসই গন্তব্য। মঙ্গলবার রাতে টুইট করে এমনই দাবি করলেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। এদিন একটি ইনফোগ্রাফিক্স শেয়ার করে রেলমন্ত্রী জানান, কোভিড মহামারি সত্ত্বেও এপ্রিল থেকে অগাস্ট মাসের মধ্যে, অর্থাৎ চলতি আর্থিক বছরের প্রথম ৫ মাসে বিদেশি বিনিয়োগ, গত বছরের তুলনায় ১৩ শতাংশ বেড়েছে।

২০২০ সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত মোট এফডিআই এসেছে ৩৫.৭৩ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৯-২০২০ আর্থিক বছরের প্রথম পাঁচ মাসে এফডিআই এসেছিল ৩১.৬০ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ এই বছর একই সময়ে বিদেশি বিনিয়োগ ১৩ শতাংশ বেশি এসেছে। এটা সর্বকালীন রেকর্ড বলেছেন পীযূষ গয়াল।

এছাড়া মোদী সরকারের আমলে গত ৬ বছরে এফডিআই আগমন বেড়েছে ৫৫ শতাংশ। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতে মোট বিদেশি সরাসরি বিনিয়োগ এসেছিল ২৩১.৩৭ বিলিয়ন মার্কিন ডলার। সেখানে ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে বিদেশি বিনিয়োগ এসেছে ৩৫৮.২৯ বিলিয়ন মার্কিন ডলার।

 

PREV
click me!

Recommended Stories

Today Live News: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
জয়শঙ্করের সামরিক বাহিনী নিয়ে মন্তব্যে ক্ষুদ্ধ পাকিস্তান, ভারতের বিরুদ্ধে বিবৃতি ইসলামাবাদের