India Pakistan Border Holi Celebration: ভারত-পাক সীমান্তে জওয়ানদের হোলি উদযাপন! ভিডিও দেখে কুর্নিশ জানাল দেশবাসী!
দেশজুড়ে হোলির উৎসব (Holi Celebration) খুব উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে। আজ হোলিকা দহন হওয়ার পরে কাল হোলি উৎসব পালিত হবে। এর আগে রাজস্থানের জয়সলমেরে অবস্থিত ভারত-পাকিস্তান সীমান্তে মোতায়েন থাকা বর্ডার সিকিউরিটি ফোর্সের (bsf India Pakistan Border Jaisalmer) জওয়ানরা হোলির উৎসব পালন করলো। তারা একে অপরের গায়ে রং লাগিয়ে এবং মিষ্টি খাইয়ে মুখ মিষ্টি করে।
হোলির উৎসবে জওয়ানরা ‘খাইকে পান বানারস ওয়ালা’ গানে নাচলেন
এরপর বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা বলিউড গান খাইকে পান বানারস ওয়ালা গানে নাচতে শুরু করেন। তাদের এই নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা রং বরষে ভিগে চুনারওয়ালি গানেও খুব নাচানাচি করেন। ভিডিওতে অফিসার থেকে শুরু করে জওয়ান পর্যন্ত সবাই একসঙ্গে নাচতে দেখা যায়।
সিপাহী থেকে ডিআইজি সবাই একই রঙে রঙিন
বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিআইজি উত্তর সেক্টর যোগেন্দ্র সিং রাঠোর এই উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের সীমান্ত রক্ষা করা আমাদের প্রথম কর্তব্য। আমাদের জওয়ানরা উৎসবেও পুরো উদ্যমের সঙ্গে তাদের ডিউটি পালন করে। যদিও জওয়ানরা তাদের পরিবার থেকে দূরে থাকে, তবুও সীমান্ত সুরক্ষা বাহিনী আমাদের প্রধান পরিবার। তাই দেশের সীমান্ত রক্ষা করার পাশাপাশি সবাই উৎসাহের সঙ্গে হোলি পালন করে।
হোলি হোক বা দিওয়ালি, সেনা জওয়ানদের উদযাপন হয় আলাদা
বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা প্রতিটি উৎসব খুব আনন্দের সঙ্গে পালন করে। দিওয়ালিতে সবাই একে অপরকে মিষ্টি খাওয়ায়। তেমনই লোহরিও তারা খুব ধুমধাম করে পালন করে।