
India Pakistan News: পহেলগাঁও হামলার নিন্দা জানিয়ে চিনের বক্তব্য, ভারত এবং পাকিস্তান যেন নিজেদের মধ্যে শান্তি বজায় রাখে (china foreign minister)। তবে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও পাকিস্তানের এহেন হামলায় রীতিমতো ক্ষুব্ধ ভারত। পাল্টা জবাব দিতেও পিছপা হচ্ছে না ভারতীয় সেনা।
এহেন উদ্বেগজনক পরিস্থিতিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে ফোনে কথা বললেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল পরিষ্কার জানিয়ে দেন, পহেলগাঁও হামলায় যথেষ্ট ক্ষতি হয়েছে ভারতের। তাই সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া জরুরি ছিল (china statement on india)।
বরং, আঞ্চলিক শান্তি এবং স্থিতাবস্থা ফিরিয়ে আনাই কাম্য। কিন্তু পাকিস্তানের আচরণ মোটেই আশানুরূপ নয়।
জানা গেছে, ডোভালের সঙ্গে কথোপকথনের সময়ে চিনের বিদেশমন্ত্রী বলেন, ভারতের এমন অবস্থান নিঃসন্দেহে প্রশংসনীয়। সেইসঙ্গে, পহেলগাঁও হামলার নিন্দাও করেন চিনের বিদেশমন্ত্রী। তাঁর দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘বহু কষ্টে এশিয়ায় শান্তি ফিরিয়ে আনা গেছে। এবার সেটা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
ভারত এবং পাকিস্তান দুই দেশই চিনের প্রতিবেশী। তাই বেজিং আশা করে, "দুই পক্ষই শান্ত থাকবে এবং ধৈর্য্য ধরবে। আগামী দিনে অশান্তি না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবে তারা। চিন চাইছে, ভারত এবং পাকিস্তান দীর্ঘমেয়াদী সংঘর্ষবিরতিতে রাজি হোক।"
নির্লজ্জ পাকিস্তানের আবারও আক্রমণ। যে দেশ কাকুতিমিনতি করে সংঘর্ষ বিরতির কথা বলেছিল এবং ভারত সম্মান জানিয়ে তা মেনেও নেয়। কিন্তু শনিবার রাতে ফের হামলা চালাল পাকিস্তান। দুই প্রতিবেশী রাষ্ট্র সংঘাতের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়ার কয়েকঘণ্টা বাদেই নতুন করে উত্তেজনা।
জম্মু-কাশ্মীরের শ্রীনগর উপত্যকায় শনিবার রাতে জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া যায় (india pak ceasefire)। তারপরেই জম্মু এবং উধমপুর সহ কেন্দ্রশাসিত অঞ্চলের বেশ কিছু শহরে পুরোপুরি ব্ল্যাকআউট করে দেওয়া হয় (ceasefire violation by pakistan)।
শুধু কাশ্মীর উপত্যকাতেই নয়, সীমান্তবর্তী অন্যান্য রাজ্যগুলিতেও সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে শনিবার রাতে (pakistan ceasefire violation)। রাজস্থানের বারমেঢ়, জৈসলমের এবং পঞ্জাবের ফিরোজ়পুর, পঠানকোট, মোগায় ব্ল্যাকআউট করে দেওয়া হয়। রাজস্থানের বারমেঢ়, জয়সলসমীর এবং পাঞ্জাবের ফিরোজ়পুর, পঠানকোট ও মোগাতেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই ব্ল্যাকআউট কর দেওয়া হয়েছে (pakistan breaks ceasefire)। যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।