India Pakistan News: পশ্চিম সীমান্তের কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিলেন সেনাপ্রধান, পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করলেই জোরালো প্রত্যাঘাত

Published : May 11, 2025, 06:23 PM ISTUpdated : May 11, 2025, 06:36 PM IST
Indian Army

সংক্ষিপ্ত

India Pakistan News: সংঘর্ষবিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘন করে নির্লজ্জ পাকিস্তান। 

India Pakistan News: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট করে দিলেন, সংঘর্ষবিরতি লঙ্ঘন করে এরপর যদি হামলা হয়, তাহলে প্রত্যাঘাতের জন্য পূর্ণ ক্ষমতা দেওয়া হল কমান্ডারদের হাতে।

শনিবার বিকেলে, ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছিল

কিন্তু ঠিক তারপরেই পাকিস্তান চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে ভারত। এমনকি, ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রী শনিবার রাতে, সাংবাদিক বৈঠক ডেকে পাকিস্তানের বিরুদ্ধে পরিষ্কার কড়া বার্তা দেন। তিনি জানান, ‘‘গত কয়েকঘণ্টা ধরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। ভারতীয় সেনাও তার পাল্টা জবাব দিচ্ছে। এই লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয় এবং তার জন্য একমাত্র দায়ী পাকিস্তান।” 

বিদেশসচিব পরিষ্কার জানিয়ে দেন, গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারতীয় সেনা

যে কোনও ধরনের সংঘর্ষ বিরতি লঙ্ঘন হলে তা প্রতিহত করতে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে সেনাকে। আর রবিবার, পশ্চিম সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার পর ঠিক একই নির্দেশ দিয়েছেন সেনাপ্রধানও। ভারতীয় সেনার এক্স হ্যান্ডলে পোস্ট করে বলা হয়েছে, গত শনিবার এবং রবিবার রাতে সংঘর্ষবিরতি ও আকাশসীমা লঙ্ঘন করা হয়েছিল। তারপরেই নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি নিয়ে পর্যালোচনা করে পশ্চিম সীমান্তের সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। 

 

 

তারপরেই কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে হামলা পরিস্থিতি মোকাবিলা করার জন্য। প্রসঙ্গত, ভারত এবং পাকিস্তানের আগেই দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সাংবাদিক বৈঠকে বিদেশসচিব জানান, শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষবিরতি কার্যকর করা হয়েছে। দুই পক্ষের সেনার ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (ডিজিএমও) স্তরে আলোচনা হয়েছে পুরো বিষয়টি নিয়ে। 

সোমবারও দুই দেশের ডিজিএমও স্তরে বৈঠক রয়েছে। তার আগে সেনা কমান্ডারদের কার্যত সতর্কই করে রাখলেন সেনাপ্রধান। নতুন করে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ অবশ্য অস্বীকার করেছে পাকিস্তান। রাতে বিদেশসচিবের সাংবাদিক বৈঠকের পর পাক সংবাদমাধ্যমে সেই দেশের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের একটি বিবৃতি প্রকাশিত হয়। 

 

 

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আতাউল্লাহ বলেন, “এখনও পর্যন্ত কোনও অস্ত্রবিরতি লঙ্ঘন করা হয়নি।” পাকিস্তানের বিদেশ মন্ত্রকও একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করেনি। আসলে লঙ্ঘন করেছে ভারত। বরং, পাক সেনা সেই পরিস্থিতি বুঝেশুনে সামলেছে।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'বাধাহীন ভাবেই ভারতকে তেল বিক্রি করবে রাশিয়া', দিল্লি সফরে এসে মোদীকে সাফ বার্তা পুতিনের
পুরুষের বিয়ের বয়স ২১ হলেও লিভ-ইন করা যাবে ১৮ থেকে, বড় পর্যবেক্ষণ রাজস্থান হাইকোর্টের