
India Pakistan News: ভারতীয় সেনা প্রতিবারই পাকিস্তানের সমস্ত চেষ্টা ব্যর্থ করেছে বলে শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানাল বিদেশ মন্ত্রক এবং ভারতীয় সেনা (operation sindoor news bengali)। শুক্রবার, সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ৮ মে ভারতের শহরগুলিতে হামলা চালানোর জন্য পাকিস্তান সেনাবাহিনী সম্ভবত তুর্কি ড্রোন ব্যবহার করেছিল (india pakistan news)।
সাংবাদিক বৈঠকে এসে কর্নেল সোফিয়া কুরেশি জানান, ‘‘পাকিস্তান বৃহস্পতিবার রাতে ভারতের সেনাছাউনিগুলিকে নিশানা করার চেষ্টা করেছিল। এমনকি, ভারতের আকাশসীমা লঙ্ঘন করারও চেষ্টা করেছে তারা। শুধু তাই নয়, নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত গোলাবর্ষণও চালিয়েছে পাকিস্তানি সেনা। ভারতের মোট ৩৬টি জায়গায় অন্তত ৩০০-৪০০ বার ড্রোন হামলার চেষ্টা করেছে পাকিস্তান।কিন্তু ভারতীয় সেনা সেই হামলা প্রতিহত করেছে। বেশ কয়েকটি ড্রোনকে গুলি করে নামিয়েছে তারা।’’
তার ব্যাখ্যাও এদিন দিয়েছেন কুরেশি। তাঁর কথায়, গোপনে একাধিক তথ্য সংগ্রহ করার জন্যই ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিল পাকিস্তান। যে ড্রোনগুলি নামানো হয়েছে, সেই ড্রোনগুলির ফরেন্সিক পরীক্ষাও করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ড্রোনগুলি আসলে তুরস্কের। শুধু ড্রোন নয়, পাকিস্তান যুদ্ধবিমানও ভাটিন্ডার সেনাছাউনিতে হামলা করার চেষ্টা করে বলে খবর (india attack pakistan)।
তবে সেই চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে সেনা। এই হামলার পাল্টা জবাবও দিয়েছে ভারত। ভারতীয় সেনা পাকিস্তানের চারটি বিমানঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা চালায়। জানা গেছে, বিধ্বস্ত সেই ড্রোনগুলি থেকে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের প্রাথমিক ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে। সেখান থেকে জানা গেছে যে, সেগুলি আসলে তুরস্কের তৈরি "অ্যাসিসগার্ড সোঙ্গার" মডেলের ছিল, যা সাধারণত নজরদারি এবং নির্ভুল হামলার জন্য ব্যবহার করা হত।
গত ৭ মে, ব্যর্থ ড্রোন হামলার পরেও পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করেনি। পাকিস্তান তাদের অসামরিক বিমানকে আসলে ঢাল করার চেষ্টা করছে। ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংহও ছিলেন শুক্রবারের এই সাংবাদিক বৈঠকে। তিনিও অভিযোগ তোলেন, বৃহস্পতিবার রাতে পাকিস্তান বারবার ভারতের আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করেছে। পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে সেনাঘাঁটি উড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য ছিল।
অন্যদিকে, বিদেশসচিব বিক্রম মিশ্রির কথায়, পাকিস্তান বারবার দাবি করছে যে, তারা কোনও ধর্মীয়স্থানে হামলা করেনি। কিন্তু সেই দাবি একেবারেই সত্য নয়। পুঞ্চের একটি গুরুদ্বারে হামলার চেষ্টার কথা আগেই জানানো হয়েছে (india strikes pakistan)।
তিনি বলেছেন, ‘‘পাকিস্তান বিশ্বকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। তারা আসলে ভারতের ঘাড়ে ইচ্ছা করেই দায় চাপানোর চেষ্টা করছে। পহেলগাঁও কাণ্ডকে সাম্প্রদায়িকতার রঙ দেওয়ারও চেষ্টা করেছে পকিস্তান।" তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিকে বিবেচনা করে, কর্তারপুর সাহিব করিডর দিয়ে বাণিজ্য আপাতত বন্ধই থাকছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।