
India Pakistan Relations: মর্মান্তিক, জঘন্য এবং হাড়হিম করা ঘটনা। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে ঘুরতে গিয়ে জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক পর্যটকের। দেশের সহনাগরিকদের নির্মমভাবে হত্যা করেছে জঙ্গিরা। এই ঘটনার জেরে রীতিমতো তোলপাড় দেশ। শুধুমাত্র ধর্ম জিজ্ঞেস করে ৪০ রাউন্ড গুলি চালিয়ে মেরে ফেলা হয়েছে একাধিক মানুষকে (Pahalgam attack news)।
ভারতের বুকে জঙ্গি কার্যকলাপ বেড়ে চলার পিছনে একাধিকবার পাকিস্তানের নাম এসেছে। অভিযোগ উঠেছে, একাধিক পাকিস্তানের একাধিক মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে। এবার এই ঘটনার পর পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত (Government of India)।
দেশের সুরক্ষা নিয়ে ক্যাবিনেট মিটিং-এর সিদ্ধান্ত অনুযায়ী, পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে ভারত সরকার সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানি নাগরিকদের জন্য ভারত কর্তৃক জারি করা সমস্ত বিদ্যমান বৈধ ভিসা চলতি এপ্রিল মাস থেকেই কার্যকরভাবে বাতিল করা হচ্ছে বলে জানা গেছে (Pahalgam terror attack update)।
সেইসঙ্গে, পাকিস্তানি নাগরিকদের জারি করা মেডিক্যাল ভিসা কেবলমাত্র আগামী ২৯ এপ্রিল ২০২৫ সাল পর্যন্ত বৈধ থাকবে। তারপর আর নয়। অর্থাৎ, এই মুহূর্তে ভারতে বসবাসকারী সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই এই দেশ ছেড়ে দ্রুত চলে যেতে হবে। সংশোধনে এমনটাই বলা হয়েছে (India Pakistan News)।
অপরদিকে, ভারতীয় নাগরিকদেরও পাকিস্তান ভ্রমণ পরামর্শ দেওয়া হয়েছে এবং বর্তমানে পাকিস্তানে থাকা ভারতীয় নাগরিকদেরও দ্রুত ভারতে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বাসভবনে একটি হাইভোল্টেজ বৈঠক হয়েছে বুধবার সন্ধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
জানা যাচ্ছে, পাক অধিকৃত কাশ্মীরে অন্তত ৪২টি জঙ্গি ঘাঁটির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। আর সেইসব এলাকা লক্ষ্য করে ইতিমধ্যেই সেনা হামলা চলছে বলে খবর। অন্যদিকে, পহেলগাঁওতে হামলার জেরে আপাতত ১৫০০ জনকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে প্রত্যেকেই অতীতে নানাভাবে জঙ্গি সংগঠন বা হামলার সঙ্গে যুক্ত ছিল বলে সূত্রের খবর। আপাতত তাদের জেরা করার কাজ শুরু হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।