কমছে কোভিড রোগীদের অক্সিজেনের চাহিদা, ফের ৫০ হাজারের উপর উঠল দৈনিক আক্রান্তের সংখ্যা

Published : Oct 21, 2020, 10:28 AM ISTUpdated : Oct 21, 2020, 10:32 AM IST
কমছে কোভিড রোগীদের অক্সিজেনের চাহিদা, ফের ৫০ হাজারের উপর উঠল দৈনিক আক্রান্তের সংখ্যা

সংক্ষিপ্ত

ক্রমে কোভিডের চিকিৎসায় কমছে অক্সিজেনের চাহিদা সেপ্টেম্বরের শেষ থেকেই এটা দেখা যাচ্ছে অন্যদিকে এদিন ফের ৫০ হাজারের গণ্ডি ছাপালো দৌনিক কোভিড পরিসংখ্যান পুলিশদের শ্রদ্ধা জানালেন অমিত শাহ

ভারত গত ২৪ ঘন্টায় ভারতে ৫৪,০৪৪ জন নতুন কোভিড-১৯ রোগীর সন্ধান মিলেছে। যার ফলে ভারতের মোট করোভিড রোগীর সংখ্যা ৭৬ সলক্ষ ছাড়িয়ে গেল। ভারতের বর্তমান কোভিড রোগীর মোট সংখ্যা ৭৬,৫১,১০৭ জন। আর কোভিডে গত ২৪ ঘন্টায় আরও ৭১৭ জনের মৃত্যু হওয়ায় কোভিড জনিত কারণে ভারতের মোট মৃতের সংখ্যা পৌঁছল ১,১৫,৯১৪ জনে।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রক জানিয়েছিল সোমবার ও মঙ্গলবারের ভারতে নতুন কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়েছে ৪৬,৭৯০ জন। গত জুলাই মাসে শেষ একদিনে নতুন রোগীর সংখ্যা ৫০,০০০-এর নিচে ছিল। তারপর আবার এই ঘটনা দেখা গেল অক্টোবর মাসের শেষের দিকে এসে।  

মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন উত্সবের মরসুমের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি করোনভাইরাস রোগীর সংখ্যা ক্রমশ কমিয়ে দেশকে রক্ষা করার আহ্বান জানান। লকডাউন উঠে গিয়েছে মানে ভাইরাস-ও চলে গিয়েছে এমন ধারণা করা ভুল বলে সতর্ক করেন তিনি। উৎসবের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী মোদী।   

প্রধানমন্ত্রী আরও জানান, কোভিড মহামারি নিয়ন্ত্রণে নমুনা পরীক্ষা অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। এদিন আইসিএমআর জানিয়েছে মঙ্গলবার মোট ১০,৮৩৬০৮ টি কোভিড নমুনা পরীক্ষা হয়েছে। ২০ অক্টোবর পর্যন্ত মোট ৯,৭২,০০,৩৭৯  টি কোভিড পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে, নয়াদিল্লিতে পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোভিড-১৯-এর লড়াইয়ে প্রাণ হারানো পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জানিয়েছেন, কোভিডের মোকাবিলা করতে গিয়ে এখনও পর্যন্ত ৩৪৩ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছিল।

সেইসঙ্গে রোগের ভয়াবহতাও অনেকটাই কমেছে বলে জানিয়েছন চিকিৎসকরা। তাঁরা জানিয়ছেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহের পর থেকেই আইসিইউ, ভেন্টিলেটর এবং অক্সিজেন সমর্থিত শয্যার প্রয়োজন উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে।

 

PREV
click me!

Recommended Stories

জাতীয় জনগণনার জন্য কী কী কাগজ হাতে রাখবেন? শুরু হচ্ছে ২০২৬-এর ফেব্রুয়ারি থেকে
২০০১ সংসদ ভবন হামলার ২৫ বছর, একই লাইনে দাঁড়িয়ে মোদী-রাহুলের শ্রদ্ধা নিহতদের