পুরনো সব রেকর্ড তছনছ করে দেশে একদিনে করোনা আক্রান্ত ৯৫ হাজার ছাড়াল, মোট সংক্রমণ পার করল ৪৪ লক্ষের গণ্ডি

  • এবার দেশে দৈনিক করোনা আক্রান্ত ১ লক্ষের কাছাকাছি
  • ভারতে কোভিড ১৯ রোগে মৃতের সংখ্যা ৭৫ হাজার ছাড়াল
  • তবে দেশে সুস্থতার হার  ৭৭.৭৪ শতাংশে পৌঁছেছে
  • মৃতের হার কমে হয়েছে ১.৬৮ শতাংশ

Asianet News Bangla | Published : Sep 10, 2020 5:21 AM IST / Updated: Sep 10 2020, 03:57 PM IST


পরিস্থতি ক্রমেই বেগতিক। করোনা মহামারিতে এশিয়ার সবচেয়ে বিপর্যস্ত দেশ ভারত। শুধু এশিয়া নয় বিশ্বের দ্বিতীয় করোনা আক্রান্ত দেশ এখন ভারত। মোট আক্রান্তের সংখ্যা আমেরিকার পরেই। দেশে মোট আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার ৪৪ লক্ষের গণ্ডি পার করে গেল। দৈনিক আক্রান্তের সব রেকর্ড তছনছ করে এদেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার হয়েছেন ৯৫ হাজার ৭৩৫। যা বিশ্বে দৈনিক সংক্রমণে সর্বোচ্চ রেকর্ড। এর ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৪ লক্ষ ৬৫ হাজার ৮৬৪ তে। 

 

Latest Videos

 

দৈনিক আক্রান্ত যখন প্রায় লক্ষের ঘরে পৌঁছে যাচ্ছে তখন করোনায় মৃত্যুর সংখ্যাও ক্রমে কপালের ভাজকে আরও শক্ত করছে। গত কয়েকদিন হল দেশে দৈনিক মৃতের সংখ্যা ১,১০০ উপরে থাকছে। সেই চিত্রের বদল হল না এদিনও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১,১৭২ জনের। ফলে দেশে কোভিড ১৯ রোগে মৃতের সংখ্যা ৭৫ হাজার ছাড়াল। সরকারি মতে পরিসংখ্যান হল ৭৫ হাজার ৬২।

আরও পড়ুন: এই ভিটামিনের অভাবেই শরীরে বাসা বাঁধছে করোনা, মহাবিপদে পড়ার আগে জেনে নিন কী বলছে নয়া গবেষণা

এসবের মধ্যে অবশ্য আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। দেশে এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ৩৪ লক্ষ ৭১  হাজার ৭৮৪  জন। ফলে ভারতে এখন সক্রিয় রোগী রয়েছে ৯  লক্ষ ১৯  হাজার ১৮ । গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৭২,৯৩৯ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৭৭.৭৪ শতাংশ। মৃতের হার কমে হয়েছে ১.৬৮ শতাংশ।  

আরও পড়ুন: এবার করোনা পরীক্ষা করাতে লাগবে আধার কার্ড, পূরণ করতে হবে আইসিএমআরের ফর্ম

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী,বুধবার গোটা দেশে ১১ লক্ষ ২৯  হাজার ৭৬৫ জনের  কোভিড টেস্ট হয়েছে। ইতিমধ্যে  ভারতে ৫ কোটির বেশি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। সব মিলিয়ে ভারতে এ পর্যন্ত ৫ কোটি ২৯  লক্ষ ৩৪  হাজার ৪৩৩ টি  নমুনার কোভিড পরীক্ষা হয়েছে। 

 

এদেশে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, উড়িষ্যা, আসাম ও গুজরাট। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৭ হাজার ৭৮৭ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ৯০ জন, কর্ণাটকে ৬ হাজার ৮০৮ জন, দিল্লিতে ৪ হাজার ৬৩৮ জন এবং অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৬৩৪ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। 

সরকারি পরিসংখ্যান বলছে, গত দু'সপ্তাহে দেশে ১০ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে, এটাও ঠিক যে পরীক্ষার সংখ্যাও বাড়ছে হু হু করে। গত কয়েকদিনে তো দৈনিক টেস্টের সংখ্যা ১১ লক্ষ ছাপিয়ে গিয়েছে। মোট মৃতের সংখ্যার নিরিখে এই মুহূর্তে বিশ্বে তৃতীয় ভারত। তবে মৃতের সংখ্যাটা বাড়লেও দেশের মৃত্যুহার এখনও কমের দিকেই। 

Share this article
click me!

Latest Videos

কার গাফিলতিতে রোগী মৃত্যু সাগর দত্তে? দেখুন কী বললেন এই পিজিটি ডাক্তার | Sagar Dutta Medical College
সে কে? যার নাম শুনতেই ক্ষমা চাইলেন মীনাক্ষী, দেখুন | Minakshi Mukherjee Speech Today | Flood
'ও তো নেতা, মন্ত্রী নয়, ১৬ মাস জেল খাটিয়েছে, আমি পাপের শাস্তি পেয়েছি' | Anubrata Mondal
Siliguri-র Bidhan Market-এ বিধ্বংসী আগুন! ছাইয়ে পরিণত হল একাধিক দোকান | Siliguri News Today
Jaipur-এর Albert Museum এখন Sonarpur-এ! এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘের চোখ ধাঁধানো কারুকার্য