গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় ফের রেকর্ড , ভারতে একদিনে সংক্রমণের শিকার ৯৩০৪

  • এবার ৯ হাজারের গণ্ডি পেরোল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা
  • গত ২৪ ঘণ্টায় করোনা ভারতে প্রাণ কাড়ল ২৬০ জনের
  • দেশে বুধবার করোনা পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৪৮৫
  • স্বাস্থ্য মন্ত্রক দাবি করছে ভারতে সুস্থতার হার ৪৮ শতাংশ ছাড়িয়েছে

Asianet News Bangla | Published : Jun 4, 2020 5:01 AM IST

দেশে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমেই উর্দ্ধমুখী হয়ে চলেছে। দেশে গত কয়েকদিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে যাচ্ছিল। এবার সেই সীমারেখাও ছাড়িয়ে চলে গেল ভারতের করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড ১৯ রোগের শিকার হয়েছেন ৯,৩০৪ জন। যা এখনও পর্যন্ত ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যায় সর্বোচ্চ। ফলে বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছল ২ লক্ষ ১৬ হাজার ৯১৯ জনে।

 

গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাতেও রেকর্ড গড়েছে ভারত। কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬০ জনের। দৈনিক হিসাবে যা এখনও পর্যন্ত দেশের মধ্যে সর্বোচ্চ। ফলে দেশে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ভারতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬,০৭৫ জন।

তবে স্বাস্থ্যমন্ত্রক এক মধ্যেও আশার খবর শোনাচ্ছে। দেশে এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ১ লক্ষ ৪ হাজার ১০৭ জন। ফলে সুস্থতার হার ৪৮ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। এদিকে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা বুধবারও ১ লক্ষ ছাড়ায়। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে সংখ্যাটা ১ লক্ষ ৬ হাজার ৭৩৭। 

এদিকে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় এখনও দেশের মধ্যে এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ২,৬০০। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার হয়েছেন ২,৫৮৭ জন।  

করোনা আক্রান্ত রাজ্যের তালিকায় দ্বিতায় নম্বরে রয়েছে তামিলনাড়ু। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছুঁতে চলল। তৃতীয় স্থানে রয়েছে দেশের রাজধানী। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার পেরিয়ে গিয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ জানিয়েছে গত ২৪ ঘণ্টায় বারতে ১ লক্ষ ৩৯ হাজার ৪৮৫টি করোনা পরীক্ষা হয়েছে। গোটা দেশে এখনও পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৪২ লক্ষ ৪২ হাজার ৭১৮ জনের।

Share this article
click me!