রাজৌরিতে ল্যান্ডমাইন বিস্ফোরণ, গুরুতর জখম ভারতীয় জওয়ান, চলছে চিকিৎসা

Published : Jan 27, 2026, 07:23 AM IST
Naxalite plot to bomb police party failed, combing on 5 states borders intensified, landmine recovered

সংক্ষিপ্ত

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে ভারতীয় সেনার এক জওয়ান গুরুতর জখম হয়েছেন। অনুপ্রবেশ রুখতে পুঁতে রাখা ল্যান্ডমাইন বৃষ্টি বা ধসের কারণে স্থান পরিবর্তন করায় এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে হয় ল্যান্ডমাইন বিস্ফোরণ। বিস্ফোরণে জখন হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত চলছে চিকিৎসা। শুরু হয়েছে তদন্ত।

সূত্রের খবর, সোমবার কেরি সেক্টরে টহল দিচ্ছিলেন সেনা জওয়ানরা। সেই সময় ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। ঘটনায় গুরুতর জখম হন এক জওয়ান। আপাতত তার পরিচয় প্রকাশ করা হয়নি।

জানা গিয়েছে, অনুপ্রবেশ রুখতে সীমান্ত বরাবর ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়। বৃষ্টি বা ধসের কারণে মাটি সরে গেলে ল্যান্ডমাইনের অবস্থান বদলে যায়। তখন এই ধরনের দুর্ঘটনা ঘটে। এদিনও এমন কিছু ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও প্রকাশ করা হয়নি। সে যাই হোক, সোমবার কেরি সেক্টরে টহল দেওয়ার সময় রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে হয় ল্যান্ডমাইন বিস্ফোরণ। বিস্ফোরণে জখন হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান।

সে সময় জানা গিয়েছিল, সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ রুখতে ল্যান্ডমাইন পাতা হয়। কখনও বৃষ্টির জলের তোড়ে তা ভেসে আসে। সেক্ষেত্রে তেমন কিছু হয়েছিল নাকি পাক জেহাদিরা ছক কষে নাশকতার জন্য ল্যান্ডমাইন সরিয়েছিল তা নিয়ে চলছে তদন্ত।

এবার ফের ঘটল এমন ঘটনা।

তবে এই প্রথম না। এর আগেও ঘটেছে এমন ঘটনা। নিয়ন্ত্রণরেখায় ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। চলতি মাসের মাঝামাঝি এই ল্যান্ডমাইন বিস্ফোরণে জখম হয় ৬ জন ভারতীয় সেনা জওয়ান। সে সময় পাক অধিকৃত কাশ্মীরে হয়েছিল বিস্ফোরণ। সেখানে নৌসেরা সেক্টরের খাম্বা দুর্গের কাছে টহল দিচ্ছিলেন গোর্খা রেজিমেন্টের জওয়ানরা। সেই সময় বিস্ফোরণ ঘটে। ৬ জন জওয়ান আহত হন। তাদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে হয় ল্যান্ডমাইন বিস্ফোরণ। বিস্ফোরণে জখন হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

PM Modi Bhajan Clubbing: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে ভজন ক্লাবিং-এর প্রশংসা! বললেন, "গ্লোবাল কনসার্টের থেকে কিছু কম নয়"
এবার হালকা শীতের আমেজে ঘুরে আসুন অফবীট জায়গা রাবণধারা, কীভাবে যাবেন? রইল টিপস