'আমি এখনও বেঁচে আছি', স্ত্রীকে ফোন করে বললেন গালওয়ান উপত্যকার 'শহিদ' জওয়ান

মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বাড়িতে ফোন করে সেনা জানিয়েছিল তিনি আর বেঁচে নেই

পরিবারে নেমে এসেছিল বিষাদের অন্ধকার

বুধবার সেই 'শহিদ' জওয়ান নিজেই ফোন করলেন তাঁর স্ত্রীকে

কিন্তু কী করে

মঙ্গলবার বিহারের সরণ জেলায় ভারতীয় সেনাবাহিনীর সদস্য সুনীল রাইয়ের বাড়িতে নেমে এসেছিল বিষাদের অন্ধকার। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিন সেনার রক্তক্ষয়ী সংঘর্ষে সুনীল শহিদ হয়েছেন বলে তার পরিবারকে জানানো হয়েছিল ভারতীয় সেনার পক্ষ থেকে। কিন্তু, একদিন পরই সেই বিষাদ বদলে গেল হরষে। বুধবার, 'শহিদ' সুনীল রাইয়ের ফোন এল তাঁর স্ত্রী মেনকা রাইয়ের কাছে। ফোনের ওইপাড় থেকে সুনীল বললেন, 'আমি এখনও বেঁচে আছি'।

আর ওই একটা কথাতেই পাল্টে গেল পুরো বাড়ির পরিবেশ। কিন্তু, সুনীল রাই বেঁচে থাকলে, ভারতীয় সেনার পক্ষ থেকে তাঁর পরিবারকে ওই দুঃসংবাদ দেওয়া হল কেন? আসলে ই ক্ষেত্রে ঘটেছে এক বিরল নাম বিভ্রাট। জানা গিয়েছে, বিহার থেকে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত দুইজন সুনীল রাই ছিলেন। অদ্ভূতভাবে তাঁদের দুইজনেরই বাবার নাম সুখদেও রাই। তবে শহিদ সুনীল নিযুক্ত ছিলেন লাদাখ সীমান্তে, আর সরন জেলার সুনীল রাই নিযুক্ত আছেন লেহ উপত্যকায়।

Latest Videos

মঙ্গলবার সন্ধ্যাবেলায় এই নাম বিভ্রাটের কারণে সরন জেলার সুনীলের বাড়িতেই ফোন করে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল চিন সেনার সঙ্গে হাতাহাতিতে তিনি শহিদ হয়েছেন। সরন জেলা প্রশাসন থেকেও জানানো হয়েচিল, তাঁদের কাছে একই খবর এসেছে। তবে তাঁরা জানিয়েছিলেন, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে নিশ্চিতভাবে তাদের কিছু না জানালে তারা সরকারিভাবে এই সংবাদ ঘোষণা করবেন না।

শেষ অবধি অবশ্য সেনার পক্ষ থেকে জেলা প্রশাসনে সেই খবর আর আসেনি। বদলে সুনীল রাই নিজেই ফোন করেন তাঁর স্ত্রীকে। সুনীলের স্ত্রী মেনকা, তাঁর সঙ্গে কথা ববলার পর জানিয়েছেন, 'আমার সঙ্গে আমার স্বামীর কথা হয়েছে। ভগবানের আশীর্বাদে আমি যেন দ্বিতীয় জীবন পেলাম'।

বুধবার একদিকে যেমন সরন জেলার সুনীল রাইয়ের বাড়িতে ফিরেছে খুশির মেজাজ, অন্যদিকে বিহতা জেলার সুনীল রাইয়ের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। এদিন এক বিশেষ বিমানে বিহার রেডিমেন্টের শহিদ কর্নেল সন্তোষ বাবু, সমস্তিপুরের আমন সিং, সহর্ষের কুন্দন কুমার-এর সঙ্গে সুনীল রাই-এর দেহও এসে পৌঁছায় বিহারে। তাঁদের পরিবার ও এলাকাবাসীর উপস্থিতিতে তাদের সকলেরই শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।       

*সঙ্গে ব্যবহৃত ছবি প্রতিনিধিত্বমূলক

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee