পোল্যান্ডে সরছে ভারতীয় দূতাবাস - পশ্চিমেও রুশ হামলা, আর নিরাপদ নয় ইউক্রেন

ইউক্রেন থেকে ভারতীয় দূতাবাস (Indian Embassy in Ukraine) সাময়িকভাবে সরানো হল পোল্যান্ডে (Poland)। লভিভে (Lviv) রুশ বিমান হামলার (Russian Air Strike) প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হল বলে জানালো বিদেশ মন্ত্রক (Ministry of Foreign Affairs)।

চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের (Ukraine Russia Crisis) পরিপ্রেক্ষিতে, ইউক্রেনের ভারতীয় দূতাবাস (Indian Embassy in Ukraine) সাময়িকভাবে পোল্যান্ডে (Poland) স্থানান্তরিত করা হল। রবিবার এক বিবৃতিতে ভারতীয় বিদেশ মন্ত্রকের (Ministry of Foreign Affairs) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রক বলেছে, ইউক্রেনের (Ukraine) পশ্চিমাঞ্চলে রাশিয়া (Russia) হামলা চালিয়েছে। সেই দেশের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। সেই প্রেক্ষিতেই ভারতীয় দূতাবাস অস্থায়ীভাবে স্থানান্তর করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। 

রবিবার সকালেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  (PM Narendra Modi) সভাপতিত্বে ইউক্রেনে চলমান সংঘাতের প্রেক্ষিতে, ভারতের নিরাপত্তা প্রস্তুতি এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি পর্যালোচনা করার জন্য নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে, প্রধানমন্ত্রীকে ইউক্রেনের সর্বশেষ উন্নয়ন সম্পর্কে অবহিত করা হয়। ভারতীয় ও ভারতের প্রতিবেশী দেশগুলির নাগরিকদের কতজনকে, কীভাবে, অপারেশন গঙ্গার (Operation Ganga) মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে, তারও বিশদ বিবরণ দেওয়া হয়। ইউক্রেনের খারকিভে (Kharkiv), রুশ সেনার গোলার আঘাতে মৃত্যু হয়েছে ভারতীয় ছাত্র নবীন জি-এর। জানা গিয়েছে, তাঁর মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Latest Videos

আরও পড়ুন - নিহত ৯, আহত ৫৭ - লভিভে বিমান হামলা, প্রায় পোল্য়ান্ড পৌঁছে গেল রুশ বাহিনী

আরও পড়ুন - মেলিটোপোলের মেয়র অপহরণের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে, রাস্তায় নেমে প্রতিবাদ আম জনতার

আরও পড়ুন - কিয়েভের পর অবরুদ্ধ মারিউপোল, পুতিনকে বৈঠকে বসার প্রস্তাব জেলেনস্কির

এতদিন, রুশ হামলা মূলত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিভিন্ন শহরেই ঘটছিল। পশ্চিমের শহর লভিভ'কে  (Lviv) তুলনামূলকভাবে নিরাপদ বলে মনে করা হচ্ছিল। যে কারণে পশ্চিম থেকে বহু শরণার্থী এসে এই শহরে আশ্রয় নিয়েছিলেন। এই শহর থেকে পোল্যান্ড সীমান্ত (Poland-Ukraine Border) মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত বলে, দেশ ছাড়তে আগ্রহীদের অনেকেই এই শহরেই আসছিলেন। তবে, রবিবার ভোরে লভিভ শহর থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে (Yavoriv International Center for Peacekeeping and Security) বিমান হামলা (Air Strike) চালিয়েছে রাশিয়া। ফলে প্রায় পোল্যান্ড সীমান্তে পৌঁছে গেল মস্কোর (Moscow) আগ্রাসন। 

এই অবস্থায়, সেখানে ভারতীয় দূতাবাস খোলা রাখার ঝুঁকি নিল না ভারত। গত ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin), রুশ হামলার ঘোষণা করার অনেক আগেই, ইউক্রেন থেকে দূতাবাস পোল্যান্ডে সরিয়ে নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র (USA), ব্রিটেন (Britain), অস্ট্রেলিয়ার (Australia) মতো দেশগুলি। এতদিন, অপারেশন 'আকাশ গঙ্গা' পরিচালনায় বড় ভূমিকা নিয়েছিল কিয়েভের ভারতীয় দূতাবাস। ত্রমাগত, সেই দেশে থাকা ভারতীয় নাগরিকদের মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে পরিস্থিতি সম্পর্কে তাদের সচেতন করার কাজ চালিয়ে গিয়েছে দূতাবাস। তবে, লভিভে এয়ার স্ট্রাইকের পর, আর দূতাবাস খোলা রাখা নিরাপদ নয় বলে মনে করা হচ্ছে। আপাতত পোল্যান্ড থেকেই দূতাবাসের কাজ চলবে। 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury