বর্ডারে জোরালো সংঘাত! বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনারকে জরুরি তলব করল দিল্লী

Published : Jan 13, 2025, 07:33 PM IST
bsf issues High alert

সংক্ষিপ্ত

সাম্প্রতিক সময়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিরুদ্ধে সীমান্তে লাগাতার উস্কানির অভিযোগ এনেছে ভারত। 

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নিয়ে সংঘাত তীব্র। এই আবহেই রবিবার, ঢাকাতে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনারকে তলব করেছিল ইউনুস সরকার।

আর সোমবার, পাল্টা বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনারকে তলব করল দিল্লী। ইতিমধ্যেই সাউথ ব্লকে পৌঁছে গেছেন বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনার নুরুল ইসলাম।

সাম্প্রতিক সময়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিরুদ্ধে সীমান্তে লাগাতার উস্কানির অভিযোগ এনেছে ভারত। আর এই আবহের মধ্যেই গতকাল ইউনুস সরকারের পররাষ্ট্র সচিব মহম্মদ জসীমউদ্দিনের সঙ্গে আলোচনায় বসেন ভারতের দূত প্রণয় ভার্মা।

আর ঠিক তারপরদিনই সাউথ ব্লক ডেকে পাঠাল বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনারকে। সূত্রের খবর, গতকাল প্রায় পৌনে এক ঘণ্টার বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার প্রণয় জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে একটি বোঝাপড়া রয়েছে।

বিএসএফ এবং বিজিবি একসঙ্গে কাজ করবে বলেও বার্তা দিয়েছেন তিনি। এবার দিল্লীতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিদেশ মন্ত্রকের বৈঠকের পর কী বার্তা আসে দুপক্ষের তরফে, সেটাই এখন দেখার বিষয়।

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৯৬৩ কিলোমিটার অংশই কাঁটাতারবিহীন অবস্থায় পড়ে রয়েছে। সম্প্রতি সীমান্তের কিছু এলাকায় বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করলেও, বিজিবির সঙ্গে সংঘাত তৈরি হয় বেশ কিছু জায়গায়।

তাই এই কাঁটাতারের বিষয়ে আপত্তি জানায় বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা। মালদার কালিয়াচক এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই নিয়ে বেশ উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হয়। আর ঠিক এই আবহের মধ্যেই ঢাকা-দিল্লী কূটনৈতিক সম্পর্কও বেশ উত্তপ্ত হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র