নৌবাহিনীকে আরও শক্তিশালী করাই লক্ষ্য , ২৩ জানুয়ারি নৌ বহরে প্রবেশ করবে পঞ্চম কালভারী-শ্রেণির সাবমেরিন ভাগির

এর আগে চারটি কালভারী-শ্রেণীর সাবমেরিন নৌবাহিনীকে দেওয়া হয়েছে। আরও একটি মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে নির্মিয়মান অবস্থায় রয়েছে।

Web Desk - ANB | Published : Jan 19, 2023 3:54 PM IST

দেশের নৌবাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আরও একধাপ এগোল প্রশাসন। ২৩ জানুয়ারি মুম্বাইতে পঞ্চম কালভারী-শ্রেণির সাবমেরিন ভাগির উদ্বোধন হতে চলেছে অনুষ্ঠানে উপস্থিত থাকবে একের পর এক বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রধান অতিথি হিসেবে থাকবেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। সাবমেরিনটি ফ্রেঞ্চ নেভাল গ্রুপের (আগের ডিসিএনএস) সহযোগিতায় মুম্বাই ভিত্তিক মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড দ্বারা প্রজেক্ট-৭৫-এর অধীনে নির্মিত হয়েছে। সাবমেরিনটি প্রায় এক মাস আগে মুম্বইয়ে পৌঁছে দেওয়া হয়েছিল। উল্লেখ্য এর আগে চারটি কালভারী-শ্রেণীর সাবমেরিন নৌবাহিনীকে দেওয়া হয়েছে। আরও একটি মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে নির্মিয়মান অবস্থায় রয়েছে।

কী কী বৈশিষ্ট এই সাবমেরিনের?

ভারতের নৌ-বাহিনীর ইতিহাসে ভগির

Share this article
click me!