Indian pakistan war: চলছে পাক সাইবার হ্যাকিং অ্যাটাক, ‘ডান্স অফ দ্য হিলারি’ নাম ভাইরাস দ্বারা করা হচ্ছে আক্রমণ

Published : May 09, 2025, 06:46 AM ISTUpdated : May 09, 2025, 07:24 AM IST
cyber crime

সংক্ষিপ্ত

Indian pakistan war: ভারত ও পাকিস্তানের সংঘাতের মধ্যে, পাকিস্তান 'ডান্স অফ দ্য হিলারি' নামক ভাইরাসের মাধ্যমে সাইবার আক্রমণ শুরু করেছে। গোয়েন্দা সংস্থা সতর্কতা জারি করেছে যে অজানা ফাইল বা লিঙ্ক খোলা থেকে বিরত থাকতে হবে।

গত রাতে হয়েছে অপারেশন সিঁদুর ২। ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে সংঘাত। এবার পাকিস্তান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতীয় নাগরিকদের লক্ষ্য করে সাইবার আক্রমণ শুরু করার চেষ্টা করছে। প্রকাশ্যে এসেছে এমনই তথ্য। ‘ডান্স অফ দ্য হিলারি’ নামক ভাইরাস যুক্ত ফাইল দ্বারা করা হচ্ছে আক্রমণ।

পাক সাইবার হ্যাকিং অ্যাটাক

সদ্য গোয়েন্দা সংস্থা একটি সতর্কতা জারি করেছে। সেখানে বলা হয়েছে, মোবাইলে আসা অজানা ফাইল বা লিঙ্ক খোলার বিষয় সতর্ক হতে। সাইবার আক্রমণের শিকার হতে পারে আপনিও। চলছে পাক সাইবার হ্যাকিং অ্যাটাক।

কীভাবে করা হচ্ছে অ্যাটাক?

হোয়াটসঅ্যাপ, ইমেল, ফেসবুক, টেলিগ্রামের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে পাকিস্তান ভারতীয় নাগরিকদের লক্ষ্য করে সাইবার আক্রমণ শুরু করেছে। এটি একটি ভাইরাস। যা বিশেষ ফাইলের মাধ্যমে পাঠানো হচ্ছে। অজানা নম্বর থেকে আসা ফাইল না খোলাই ভালো। তা ডিলিট করে দিন বিশেষ করে ফাইলের নাম .exe দিয়ে যদি শেষ হয় তাহলে সতর্ক হন। যেমন, tasksche.exe এমন নামের ফাইল এলে খুলবেন না। তেমনই ‘ডান্স অফ দ্য হিলারি’ নামের ফাইল ওপেন করবেন না। বলা হচ্ছে, এই ভাইরাল খুবই বিপজ্জনক। যার মাধ্যমে শত্রু দেশ ভারতে সাইবার আক্রামণের পরিকল্পনা করছে।

ফাইল ওপেন করলে কী ক্ষতি হতে পারে?

এই ধরনের সাইবার আক্রমণের মাধ্যমে আক্রমণকারীরা সহজেই আপনার ডিভাইস ও ব্যক্তিগত তথ্য অ্যাক্সে করতে পারে এবং ভুল উদ্দেশ্যে তা ব্যবহার করতে পারে। তাই বর্তমানে আপনি যদি এমন কোনও ফাইল বা ভিডিও পেয়ে থাকেন তাহলে সাবধান হন। সেই ভিডিও বা ফাইলে ক্লিক করবেন না। সঙ্গে যে নম্বর থেকে এমন ভিডিও বা ফাইল এসেছে তা ডিলিট করে দিন।

ভারত-পাক যুদ্ধ

পেহলগাঁও-তে নিরীহ মানুষদের হত্যা করেছিল পাকিস্তানের জঙ্গীরা। সেই পাকিস্তানকেই যোগ্য জবাব দেয় ভারত। অপারেশন সিঁদুর দ্বারা পাকিস্তানের জঙ্গি ঘাটি উড়িয়ে দেওয়া হয়। এর প্রতিশোধ নিতে গত রাতে আঘাত করে পাকিস্তান। ছোঁড়ে একাধিক ড্রোন ও মিসাইল। কিন্তু, পাকিস্তারে সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। পাকিস্তানের পাঠানো ড্রোন ও মিসাইল রুখতে সক্ষম হয় ভারতীয় সেনা বাহিনী। এমনকী, পাকিস্তানের দুটি J-17 এবং F-16 বিমানকে ধ্বংস করে দেয় ভারতের এয়ার ট্র্যাফিক ডিফেন্স। 

এদিকে আবার পাকিস্তানের মোট ১৬টি শহরে আক্রমণ করে ভারতীয় সেনা। এই আবহে বালুচিস্তামের যোদ্ধারা পাকিস্তানি সেনার ওপর আক্রমণ চালায়। সূত্রের খবর, বালুচিস্তানের একটি বড় অংশ এই মুহূর্তে পাকিস্তানের হাতছাড়া হয়েছে।

 

PREV
click me!

Recommended Stories

কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়
LIVE NEWS UPDATE: এখানে এক টাকার বিনিময়ে সরকার দিচ্ছে জমি! নিয়ম এবং আবেদনের সময়সীমা, জানুন বিস্তারিত